TOBE (তবে) LYRICS - MINAR RAHMAN
TOBE LYRICS BY MINAR RAHMAN - "Tobe" is a Bengali song Sung By Minar Rahman.Tuned & Composed by Minar Rahman with the lyrics written by himself and Music produced by Sajid Sarker.The music video features Only Minar Rahman, it was released by Minar Rahman Production.
SONG CREDITS
■ Song: Tobe
■ Singer: Minar Rahman
■ Lyrics : Minar Rahman
■ Music: Sajid Sarker
■ Label: Minar Rahman Productions
■ Release Date : Apr 10, 2019
SONG CREDITS
■ Song: Tobe
■ Singer: Minar Rahman
■ Lyrics : Minar Rahman
■ Music: Sajid Sarker
■ Label: Minar Rahman Productions
■ Release Date : Apr 10, 2019
TOBE BY MINAR RAHMAN FULL SONG
TOBE BY MINAR RAHMAN LYRICS
তবে কি তুমি বদলে গিয়েছো?
মেঘেদের ভাঁজে হারিয়ে গিয়েছো?
বলো না - বলো না - বলো না,
বলো না - বলো না - বলো না
একটা কথা বলো না,
আমায় একটু কাছে ডাকো না।
পাখিদের দল হঠাৎ হারিয়েছে,
নাটাই ছাড়া ঘুড়ি উড়ছে,
শোনো না - শোনো না - শোনো না,
শোনো না - শোনো না - শোনো না,
একটা কথা শোনো না,
আমায় একটু কাছে ডাকো না।
নিখিল আকাশটা জুড়ে,
নিখিল আকাশটা জুড়ে,
উড়ছে শুধু বেদনা,
আহা উড়ছে শুধুই বেদনা।
মিছিল শেষে ঘরে ফিরি নি,
জোছনার বুকে কবিতা লিখি নি,
জানি না - জানি না - জানি না,
জানি না - জানি না - জানি না,
কোথায় পাবো জানি না,
তোমায় কোথায় পাবো জানি না।
বিলীন কোন সবুজ বাগানে,
ঘাস ফুলেরা কোথায় কে জানে।
পারি না - পারি না - পারি না,
পারি না - পারি না - পারি না,
তোমায় ভুলতে পারি না,
কেন তোমায় ভুলতে পারি না।
নিখিল আকাশটা জুড়ে,
নিখিল আকাশটা জুড়ে,
উড়ছে শুধু বেদনা,
আহা উড়ছে শুধুই বেদনা।
নীল খামে মোড়া চিঠির আড়ালে,
তোমার চোখে অশ্রু ঝরে না,
ভালোবাসা উরধুসর দেয়ালে,
তোমার বোনা স্বপ্ন হাসে না।
দখিনা হাওয়া আমাকে
তো আর ডাকে না,
উরু উরু মন তোমাকে
তো আর খোঁজে না।
তবে কি তুমি বদলে গিয়েছো?
মেঘের ভাঁজে হারিয়ে গিয়েছো?
বলো না - বলো না - বলো না,
বলো না - বলো না - বলো না,
একটা কথা বলো না,
একটু কাছে ডাকো না,
আমায় একটা কথা বলো না,
একটু কাছে ডাকো না।
শহর জুড়ে বেদনা,
আহা শহর জুড়ে বেদনা,
একটা কথা বলো না,
আমায় একটু কাছে ডাকো না।
][ সমাপ্ত ][
মেঘেদের ভাঁজে হারিয়ে গিয়েছো?
বলো না - বলো না - বলো না,
বলো না - বলো না - বলো না
একটা কথা বলো না,
আমায় একটু কাছে ডাকো না।
পাখিদের দল হঠাৎ হারিয়েছে,
নাটাই ছাড়া ঘুড়ি উড়ছে,
শোনো না - শোনো না - শোনো না,
শোনো না - শোনো না - শোনো না,
একটা কথা শোনো না,
আমায় একটু কাছে ডাকো না।
নিখিল আকাশটা জুড়ে,
নিখিল আকাশটা জুড়ে,
উড়ছে শুধু বেদনা,
আহা উড়ছে শুধুই বেদনা।
মিছিল শেষে ঘরে ফিরি নি,
জোছনার বুকে কবিতা লিখি নি,
জানি না - জানি না - জানি না,
জানি না - জানি না - জানি না,
কোথায় পাবো জানি না,
তোমায় কোথায় পাবো জানি না।
বিলীন কোন সবুজ বাগানে,
ঘাস ফুলেরা কোথায় কে জানে।
পারি না - পারি না - পারি না,
পারি না - পারি না - পারি না,
তোমায় ভুলতে পারি না,
কেন তোমায় ভুলতে পারি না।
নিখিল আকাশটা জুড়ে,
নিখিল আকাশটা জুড়ে,
উড়ছে শুধু বেদনা,
আহা উড়ছে শুধুই বেদনা।
নীল খামে মোড়া চিঠির আড়ালে,
তোমার চোখে অশ্রু ঝরে না,
ভালোবাসা উরধুসর দেয়ালে,
তোমার বোনা স্বপ্ন হাসে না।
দখিনা হাওয়া আমাকে
তো আর ডাকে না,
উরু উরু মন তোমাকে
তো আর খোঁজে না।
তবে কি তুমি বদলে গিয়েছো?
মেঘের ভাঁজে হারিয়ে গিয়েছো?
বলো না - বলো না - বলো না,
বলো না - বলো না - বলো না,
একটা কথা বলো না,
একটু কাছে ডাকো না,
আমায় একটা কথা বলো না,
একটু কাছে ডাকো না।
শহর জুড়ে বেদনা,
আহা শহর জুড়ে বেদনা,
একটা কথা বলো না,
আমায় একটু কাছে ডাকো না।
][ সমাপ্ত ][