ASHOKTO (আসক্ত) LYRICS - Recall
ASHOKTO LYRICS BY RECALL - "Ashokto" is a song by Bangladeshi band Recall. It is the 6th track from their upcoming album, "Oporajito".The song is written by Meraz Mohsin & Mixed by Josh G. Bowman.
SONG CREDITS
■ Song: Ashokto
■ Singer: Recall (Band)
■ Lyrics : Meraz Mohsin
■ Music: Recall
■ Album : Oporajito
■ Label: Recall (Pvt. Release)
■ Release Date : Mar 26, 2019
SONG CREDITS
■ Song: Ashokto
■ Singer: Recall (Band)
■ Lyrics : Meraz Mohsin
■ Music: Recall
■ Album : Oporajito
■ Label: Recall (Pvt. Release)
■ Release Date : Mar 26, 2019
ASHOKTO BY RECALL FULL SONG
ASHOKTO BY RECALL LYRICS
একটু একটু করে নাও আমার চিন্তা,
একটু একটু করে মেশো আমার শিরায়।
আমায় ডুবিয়ে যাও তোমার মায়াজালে,
কেউ যেন না দেখে !
আমি শিহরনে বুঝে নেবো তোমায়,
চেনা অনুভূতি গুলো হবে এবার অচেনা।
কত দূরের এই পথ পাড়ি দিলে তোমার সীমা?
আমার অঙ্গীকার গুলো
তোমার কাছে হেরে যায়,
ওপারে আকাশ আলোকিত,
মেঘের আড়ালে আমাকে রেখে যায়।
সেখানে কারো স্বপ্নে বিভোর,
নীরব আমার
এই প্রার্থনা আমার পাওয়ার।
আমায় ডুবিয়ে যাও,
তোমার আসক্তিতে।
][ সমাপ্ত ][
একটু একটু করে মেশো আমার শিরায়।
আমায় ডুবিয়ে যাও তোমার মায়াজালে,
কেউ যেন না দেখে !
আমি শিহরনে বুঝে নেবো তোমায়,
চেনা অনুভূতি গুলো হবে এবার অচেনা।
কত দূরের এই পথ পাড়ি দিলে তোমার সীমা?
আমার অঙ্গীকার গুলো
তোমার কাছে হেরে যায়,
ওপারে আকাশ আলোকিত,
মেঘের আড়ালে আমাকে রেখে যায়।
সেখানে কারো স্বপ্নে বিভোর,
নীরব আমার
এই প্রার্থনা আমার পাওয়ার।
আমায় ডুবিয়ে যাও,
তোমার আসক্তিতে।
][ সমাপ্ত ][