Emon Manush Lyrics (এমন মানুষ) - Tanjib Sarowar

emon manush lyrics tanjib sarowar
Emon Mansuh Lyrics By Tanjib Sarowar - "Emon Manush" is a romantic Bengali song Sung By Tanjib Sarowar.Tuned & Composed by Emon Chowdhury with lyrics by Robiul Islam Jibon. The music video of the track features Tanjib Sarowar, Brishty Islam, Suhi, Fayez and Directed By Sanjoy Somadder.This song was released under the banner of DeadLine Music.

SONG CREDITS:
■ Song: Emon Manush
■ Singer: Tanib Sarowar
■ Lyric : Robiul Islam Jibon
■ Music: Emon Chowdhury
■ Label: DeadLine Music
■ Release Date : Feb 11, 2019


EMON MANUSH OFFICIAL MUSIC VIDEO



EMON MANUSH BY TANJIB SAROWAR LYRICS

এই মন ভরে না তো যতই ভালোবাসি,
এই মন ভরে না তো যতই কাছে আসি।
এই মন ভরে না তো যতই ভালোবাসি,
এই মন ভরে না তো যতই কাছে আসি।

ডুবেছি তোমাতে,
আমি নেই আর আমাতে।

আমি দিনরাত এক করি
তোমায় ভেবে,
বলো এমন মানুষ
আর কোথায় পাবে? - [ ২ বার ]

ঘুম ঘোরে বারে বারে ছুঁয়ে যাও রোজ,
তোমারই মাঝে আমি হই যে নিখোঁজ,
বোঝাবো কিভাবে?

তুমি তুমি অনুরাগে বুনে যাই সুর,
রঙে বোনা এ প্রহর লাগে যে মধুর,
জানাবো কিভাবে?

ডুবেছি তোমাতে,
আমি নেই আর আমাতে।

আমি দিনরাত এক করি
তোমায় ভেবে,
বলো এমন মানুষ
আর কোথায় পাবে? - [ ২ বার ]

আধো আধো জাগরণে
আধো আধো ঘুম
হৃদয়ে জুড়ে তুমি থাকো যে নিঝুম।
বোঝাবো কিভাবে?

চুপি চুপি অনুভবে দিয়ে যাও ডাক,
এলোমেলো এই আমি হই যে অবাক,
জানাবো কিভাবে?

ডুবেছি তোমাতে,
আমি নেই আর আমাতে।

আমি দিনরাত এক করি
তোমায় ভেবে,
বলো এমন মানুষ
আর কোথায় পাবে? - [ ২ বার ]
][ সমাপ্ত ][


Blogger দ্বারা পরিচালিত.