BHALO THEKO (ভালো থেকো) LYRICS - MIFTAH ZAMAN | BHALO THEKO TUMIO (DRAMA)

Bhalo-theko-lyrics-by-miftah-zaman
BHALO THEKO LYRICS BY MIFTAH ZAMAN - Bhalo Theko is a romantic song sung by Miftah Zaman with the lyrics by Tushar Hasan.The tune and Music composed By Miftah Zaman, under the banner of Soundtek.This is a soundtrack from 2019 Bangladeshi drama, Bhalo Theko Tumio.The official music video of this song is featured by Ziaul Faruq Apurba and Mehazabien Chowdhury and Directed By Mizanur Rahman Aryan.

SONG CREDITS:
■ Song: Bhalo Theko
■ Singer: Miftah Zaman
■ Lyric : Tushar Hasan
■ Music: Miftah Zaman
■ Drama : Bhalo Theko Tumio
■ Label: Soundtek
■ Release Date : Feb 18, 2019


BHALO THEKO BY MIFTAH ZAMAN OFFICIAL MUSIC VIDEO




BHALO THEKO SONG LYRICS 

ভীষন আধারে ঘুম আসেনা তোমার,
বেলকনির আলো জ্বেলে রেখো।
মন ভুলে দরজাটা খোলা আছে কিনা,
একটু খেয়াল করে দেখো।

জানি মাঝরাতে পাবে পিপাসা তোমার,
মাথার পাশে জল রেখো।
পারবোনা ছুঁতে শুধু স্বপ্নে এসে,
বলবো তুমি ভালো থেকো।

তোমার কপালের যত কালো টিপ,
জমিয়ে রেখেছি দেখো ডায়েরী খুলে।
ধুলো পড়া উপহার সে 'গীতবিতান',
যতন করে মুছে রেখো তুলে। - [ ২ বার ]

ছেড়োনা গানের চর্চা তুমি,
পিয়ানোটা ভালো করে শেখো।
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলবো তুমি ভালো থেকো।

কেউ না জানুক, শুধু আমিতো জানি,
ওষুধটা খেতে ভুলে যাবে যে রাতে।
চশমাটা মনে করে সাথেই রেখো,
সাবধানে থেকো রাস্তা পেরোতে।
মুছোনা চোঁখের কাঁজল তুমি,
চুলগুলো বেণী করে রেখো।

মেঁহেদী রাঙা সে হাতের ছোঁয়ায়,
ফ্রেমে বাঁধা ছবিটাকে দেখো।
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলবো তুমি ভালো থেকো।

ভীষন আধারে ঘুম আসেনা তোমার,
বেলকনির আলো জ্বেলে রেখো।
মন ভুলে দরজাটা খোলা আছে কিনা,
একটু খেয়াল করে দেখো।

পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলবো তুমি ভালো থেকো
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলবো তুমি ভালো থেকো।
][ সমাপ্ত ][

মিফতাহ জামানের আরও কিছু মন মাতানো গানঃ

চিরো অধরা লিরিক্স
বিসর্জন লিরিক্স
আমার সেই তুমি লিরিক্স
তাই তোমার খেয়াল লিরিক্স


Blogger দ্বারা পরিচালিত.