ABAHON (আবাহন) LYRICS - PORSHI | BENGALI SONG 2019

Abahon-by-porshi-lyrics
ABAHON LYRICS BY PORSHI - Abahon is a romantic song from Habib's Music Lounge.Composed by Habib Wahid with the lyrics by Faujia Sultana Poly.This song is sung by Sabrina Porshi.



SONG CREDITS:
■ Song: Abahon
■ Singer: Porshi
■ Lyric : Faujia Sultana Poly
■ Music: Habib Wahid
■ Label: HW Production
■ Release Date : Feb 1, 2019

ABAHON BY PORSHI FULL SONG



ABAHON BY PORSHI LYRICS

কি এমন আবাহন তোর ছায়ায়,
মানে না মন বারন তোর পাড়ায়।
কি এমন আবাহন তোর ছায়ায়,
মানে না মন বারন তোর পাড়ায়।

তোর অবাক চোখ, অবুঝপনায়,
কি করে বল তোকে আরো জানতে পাই।

ছুঁয়ে ছুঁয়ে বসবাস,
চেনা জানার ইচ্ছে আভাস,
অলিগলি তোর চারিপাশ তাই
আমার করেছি।

বুঝে নে কতটা ভালোবেসেছি,
ভীরু মনে গোপনে গেয়ে চলেছি,
তুই আমার - তুই যে আমার,
আমি যে ভালোবেসেছি,
বুঝিস না কতটা কাছে রয়েছি।

জেনে নে কতটা ভেবে রেখেছি,
যতটা ভেবেছিস তারও বেশী,
তুই আমার তুই যে আমার,
আমি যে ভালোবেসেছি,
বুঝিস না কতটা মিশে রয়েছি।

এ কেমন সমর্পণ তোর ভাবনায়,
তোর ছোঁয়া দিশেহরন কল্পনায়।
তোর চুপকথায় পাগলপারা,
কি করে বল তোকে মন বোঝাই?

চোখের পাশে গল্পে হারাই,
ধোঁয়া ধোঁয়া স্বপ্নের মায়ায়,
তোর বুকে আমার নিঃশ্বাস,
আজ বেঁচে থাকা দায়।

বুঝে নে কতটা ভালোবেসেছি,
ভীরু মনে গোপনে গেয়ে চলেছি,
তুই আমার - তুই যে আমার,
আমি যে ভালোবেসেছি,
বুঝিসনা কতটা কাছে রয়েছি।

জেনে নে কতটা ভেবে রেখেছি,
যতটা ভেবেছিস তারও বেশী,
তুই আমার - তুই যে আমার,
আমি যে ভালোবেসেছি,
বুঝিসনা কতটা মিশে রয়েছি।
][ সমাপ্ত ][
Blogger দ্বারা পরিচালিত.