TOMAY CHAOWAR GOLPO (তোমায় চাওয়ার গল্প) LYRICS - TAHSIN AHMED | MON MONDIRE (2018)
TOMAY CHAOWAR GOLPO BY TAHSIN AHMED MP3 SONG LYRICS FROM MON MONDIRE DRAMA :
SONG CREDITS :
■ Song: Tomay Chaowar Golpo
■ Singer: Tahsin Ahmed
■ Lyric : Anowar Hossain Ador
■ Music: Tahsin Ahmed
■ Label: Cd Choice
■ Release Date : Dec 31, 2018
TOMAY CHAOWAR GOLPO OFFICIAL MUSIC VIDEO
TOMAY CHAOWAR GOLPO LYRICS
কীভাবে বলো,
এড়িয়ে যাই আর,
কেন এভাবে তোমায় চায় মন।
হয়তো সময়,
আসবে না বারেবার
যেভাবেই হোক বেঁধে ফেলি এখন।
বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও।
অভিমানি এই বিকেল ফুরোলে,
হতে পারে একটা-দুটো ভুল।
হাওয়া ঘেঁষে।, ছুঁয়ে যেতে পারে,
তোমার আমার তৃষ্ণার্ত আঙুল।
যতদূর খুঁজি,
দুচোখ বুজে,
তুমি ছবি আঁকো ভাবনারও।
বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও।
কীভাবে বলো,
এড়িয়ে যাই আর,
কেন এভাবে তোমায় চায় মন।
হয়তো সময়,
আসবে না বারেবার
যেভাবেই হোক বেঁধে ফেলি এখন।
বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
এড়িয়ে যাই আর,
কেন এভাবে তোমায় চায় মন।
হয়তো সময়,
আসবে না বারেবার
যেভাবেই হোক বেঁধে ফেলি এখন।
বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও।
অভিমানি এই বিকেল ফুরোলে,
হতে পারে একটা-দুটো ভুল।
হাওয়া ঘেঁষে।, ছুঁয়ে যেতে পারে,
তোমার আমার তৃষ্ণার্ত আঙুল।
যতদূর খুঁজি,
দুচোখ বুজে,
তুমি ছবি আঁকো ভাবনারও।
বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও।
কীভাবে বলো,
এড়িয়ে যাই আর,
কেন এভাবে তোমায় চায় মন।
হয়তো সময়,
আসবে না বারেবার
যেভাবেই হোক বেঁধে ফেলি এখন।
বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
'তোমায় চাওয়ার গল্প' সম্পর্কে কিছু তথ্যঃ
তোমায় চাওয়ার গল্প শিরোনামের এই গানটি গেয়েছেন তাহসীন আহমেদ। আনোয়ার হোসাইন আদরের কথায় গানটির সুর এবং সংগীত পরিচালনাও করছেন তাহসীন আহমেদ নিজেই। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বায়োস্কোপ অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মন মন্দিরে’এর অফিসিয়াল ট্র্যাক এটি । ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন নাবিলা, মনোজ, শহীদুজ্জামান সেলিম ও ইলোরা গহর প্রমুখ।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box