JOYODDHONI (জয়ধ্বনি) LYRICS - NEMESIS | Victory Day Special

JOYODDHONI BY NEMESIS MP3 SONG LYRICS IN BANGLA :

Joyoddhoni,Joyoddhoni lyrics,Joyoddhoni by nemesis,Joyoddhoni by nemesis song lyrics,Joyoddhoni
JOYODDHONI LYRICS BY NEMESIS : Presenting the victory day special song 'Joyoddhoni' lyrics sung by the Bangladeshi band NEMESIS & lyrics penned by the band & Mix and Mastered by Rakat Zami.This song was recorded at Acoustic Artz and The Forge.Official music video of this song is directed by Masnoon Zarif under the banner of Studio Dorset.This song is released on 16th December 2018.


SONG CREDITS :
■ Song : Joyoddhoni
■ Singer : Nemesis
■ Lyrics : Nemesis
■ Music : Nemesis
■ Label : Nemesis (Pvt. Release)
■ Release Date : Dec 16, 2018


JOYODDHONI BY NEMESIS OFFICIAL MUSIC VIDEO



JOYODDHONI BY NEMESIS LYRICS

সংগ্রাম আমি দেখিনি,
তবু রক্ত কেনো রাতে?
খোলা আকাশের নিচে,
কেনো সে হাত পাতে?

লোভের গন্ধ পেয়ে সে
বসে দুর্নীতি করতে,
অমানুষ হয়ে বলে আমায়
এভাবেই চলতে।

বলো, কেনো তোমারই কথা
শুনে আজ আমরা চলি?
দেয়াল ভেঙ্গে টুকরো করে আজ
চলো আমরা ছুটি।

কীভাবে আমাকে বদলে দেবে?
কীভাবে আমাকে নষ্ট করবে।
কীভাবে আমাকে ধ্বংস করবে?
পারবে না, পারবে না কিছুই করতে।

বন্দী করে রেখেছো আমায়,
দু'হাত জোরে বেঁধে।
মন ভোলানোর চেষ্টা তোমার,
মিষ্টি কথা বলে।

এতটা কষ্ট কেনো দাও আমাকে?
মুক্তি আমি পেতে চাই
তোমার খাঁচা থেকে।

বলো, কেনো তোমারই কথা
শুনে আজ আমরা চলি?
দেয়াল ভেঙ্গে টুকরো করে আজ,
চল আমরা ছুটি।

কীভাবে আমাকে বদলে দেবে?
কীভাবে আমাকে নষ্ট করবে।
কীভাবে আমাকে তুমি থামাবে?
পারবে না, পারবে না কিছুই করতে,
কিছুই করতে - কিছুই করতে,
কিছুই করতে - কিছুই করতে।

দেখবো না আর মিথ্যে অভিনয়,
করবো না তোমাকে আর ভয়।
বের হবো মিথ্যের আশ্রয় থেকে,
কোন হার না মেনে সব কষ্ট ভুলে।

বলো, কেনো তোমারই কথা
শুনে আজ আমরা চলি?
দেয়াল ভেঙ্গে টুকরো করে আজ,
চলো আমরা ছুটি।

কীভাবে আমাকে বদলে দেবে?
কীভাবে আমাকে নষ্ট করবে।
কীভাবে আমাকে ধ্বংস করবে?
পারবে না, কিছুই করতে।
কিছুই করতে - কিছুই করতে,
কিছুই করতে - কিছুই করতে।
][ সমাপ্ত ][

Advertisement 


JOYODDHONI LYRICS

Shongram Ami Dekhini,
Tobu Rokto Keno Raat e?
Khola Akasher Niche,
Keno Shey Hat Patey?

Lobh-er Gondho Peye Shey,
Boshe Durniti Korte,
Omanush Hoye bole Amay,
Evabei Cholte...

Bolo, Keno Tomari Kotha.
Shune aj amra choli?
Deyal Bhenge Tukro Kore Aj
Cholo Amra chhuti...

Kivabe amake bodle Debe?
Kiabe amake Nosto korbe?
Kivabe amake dhobongsho korbe?
Parbe na, Parbe na kichui korte...

Bondi Kore Rekhechho Amay,
Du'haat Jore Bedhe...
Mon Volanor Chesta Tomar,
Misty Kotha Bole...

Etota Kosto Keno Dao Amake?
Mukti Ami pete chai
Tomar Khancha theke..

Bolo, Keno Tomari Kotha.
Shune aj amra choli?
Deyal Bhenge Tukro Kore Aj
Cholo Amra chhuti...

Kivabe amake bodle Debe?
Kiabe amake Nosto korbe?
Kivabe amake dhobongsho korbe?
Parbe na, Parbe na kichui korte...
Kichhui Korte - Kichhui Korte
Kichhui Korte - Kichhui Korte...

Dekhbo Na ar mitthey Ovinoy,
Korbo Na Tomake ar Voy...
Ber Hobo Mittheyr Ashroy theke,
Kono Haar na meney Shob Kosto vuley...

Bolo, Keno Tomari Kotha.
Shune aj amra choli?
Deyal Bhenge Tukro Kore Aj
Cholo Amra chhuti..

Kivabe amake bodle Debe?
Kiabe amake Nosto korbe?
Kivabe amake dhobongsho korbe?
Parbe na, Parbe na kichui korte...
Kichhui Korte - Kichhui Korte
Kichhui Korte - Kichhui Korte...
][ THE END][

নেমেসিস ব্যান্ড সম্পর্কে কিছু তথ্য :

নেমেসিস (Nemesis) ব্যান্ডটি ১৯৯৯ সালে গঠিত বাংলাদেশের একটি অলটারনেটিভ রক ব্যান্ড। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ব্যান্ড এবং বাংলাদেশের অগণিত রক শ্রোতাদের নিকট অতি পরিচিত ব্যান্ড হচ্ছে নেমেসিসনেমেসিস এর অসাধারণ সকল সৃষ্টি দিয়ে দিনের পর দিন শ্রোতা ও ভক্তদের মাতিয়ে চলেছেন। অলটারনেটিভ রক ব্যান্ড নেমেসিস গঠিত হয় ১৯৯৯ সালের গ্রীষ্মের সময়। সেই সময় নেমেসিস ব্যান্ডের সদস্যরা সবেমাত্র বিদ্যালয় এর গন্ডি পার হয়েছে। ১৯৯৯ সালের দিকে বিদ্যালয় শেষ করা তিন বন্ধু সাবের, মাহের খান ও ইয়ার মাইল এই নেমেসিস ব্যান্ডটি গঠন করে। তাদের ইচ্ছা অনুযায়ী তারা তাদের ব্যান্ডকে অল্টারনেটিভ রক ধাঁচের ব্যান্ডে পরিণত করে। তাদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন হবার ফলে তাদের হাতে উপযুক্ত সময় ছিল ব্যান্ডের পিছনে ব্যয় করার জন্য। আর তাই তারা ভাবনা অনুযায়ী তাদের ব্যান্ডকে তৈরির কাজে লেগে পড়লো। সেই বছর ১৯৯৯ সালেই থার্টি ফার্স্ট নাইট এর একটি অনুষ্ঠানে তারা পারফর্ম করার জন্য আমন্ত্রণ পায়। এবং তারা সেই অনুষ্ঠানে পারফর্ম করেন। আর সেই অনুষ্ঠানে বর্তমানে নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরীর সাথে সেই সময়ের ব্যান্ডের সদস্যদের সাথে পরিচয় হয়। আর সেই সময় থেকেই জোহাদ রেজা চৌধুরী ব্যান্ডের ভোকাল হিসেবে নেমেসিস এ যোগদান করেন। তখন নতুন গঠিত এই ব্যান্ডের লাইনআপ আরো কিছু পরিবর্তন আসে। আর তার পরই নেমেসিস ব্যান্ডটি তাদের চূড়ান্ত লাইনআপ গঠন করে।

এই ব্যান্ডের তিনটি স্টুডিও অ্যালবাম আছে। ২০১১ সালে বের হওয়া তাঁদের দ্বিতীয় অ্যালবাম শিরোনাম "তৃতীয় যাত্রা" এবং ২০১৭ সালে বের হয় তাদের তৃতীয় অ্যালবাম শিরোনাম "গণজোয়ার" ।

নেমেসিস ব্যান্ডের বর্তমান লাইন আপঃ
■ (ভোকালিস্ট) - জোহাদ রেজা চৌধুরী।
■ (বেজ গিটারিস্ট) - রাকুইবান নবি রাতুল।
■ (ড্রামস) - ডিও হক।
■ (গিটারিস্ট) - জেরিফ আহমেদ।
■ (গিটারিস্ট) - সুলতান রাফসান।

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.