CHIRO ODHORA (চির অধরা) LYRICS - MIFTAH ZAMAN | BENGALI ROMANTIC SONG


CHIRO ODHORA BY MIFTAH ZAMAN MP3 SONG LYRICS IN BANGLA :

chiro odhora, chiro odhora chords, chiro odhora mp3, chiro odhora lyrics,chiro odhora miftah zaman, chiro odhora miftah zaman lyrics, chiro odhora miftah zaman mp3, chiro odhora song, chiro odhora free mp3 download, chiro odhora guitar lesson, chiro odhora miftah zaman mp3 download
CHIRO ODHORA LYRICS BY MIFTAH ZAMAN : Presenting ' Chiro Odhora ' Bengali Song Lyrics.This song is sung By Miftah Zaman & Lyrics penned By Tushar Hasan.While the music was composed by Amit Malick & tuned by Miftah Zaman.This is a track from the album ' Sudhu Tomake ' which was released in 2014 under the banner of G Series.



SONG CREDITS :
■ Song : Chiro Odhora
■ Singer : Miftah Zaman
■ Lyrics : Tushar Hasan
■ Music : Amit Malick
■ Album: Sudhu Tomake (2013)
■ Label : G Series
■ Official Release Date : 2010


CHIRO ODHORA BY MIFTAH ZAMAN FULL SONG



CHIRO ODHORA LYRICS

অবাক চাঁদের আলোয় দেখো,
ভেসে যায় আমাদের পৃথিবী।
আড়াল হতে দেখেছি তোমার,
নিষ্পাপ মুখখানি। - [ ২ বার ]

ডুবেছি আমি তোমার চোখের
অনন্ত মায়ায়।
বুঝিনি কভু সেই মায়াতো,
আমার তরে নয়। - [ ২ বার ]

ভুলগুলো জমিয়ে রেখে
বুকের মণিকোঠায়,
আপন মনের আড়াল থেকে।

ভালোবাসবো তোমায়,
ভালোবাসবো তোমায়।

তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে,
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে।
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে,
একবার - শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে। - [ ২ বার ]

ডাকবেনা তুমি,
আমায় জানি কোনোদিন।
তবু প্রার্থনা তোমার জন্য,
হবেনা মলিন - হবেনা মলিন।

ডুবেছি আমি তোমার চোখের
অনন্ত মায়ায়।
বুঝিনি কভু সেই মায়াতো,
আমার তরে নয়।

ভুলগুলো জমিয়ে রেখে
বুকের মণিকোঠায়,
আপন মনের আড়াল থেকে,

ভালোবাসবো তোমায়,
ভালোবাসবো তোমায়।

হাজার বছর এমনি করে,
আকাশের চাঁদটা আলো দেবে।
আমার পাশে ক্লান্ত ছায়া,
আজীবন রয়ে যাবে।

তবু এই অসহায় আমি,
ভালোবাসবো তোমাকে,
শুধু যে তোমাকে,
ভালোবাসবো তোমাকে।
][ সমাপ্ত ][


চির অধরা গানটি সম্পর্কে কিছু তথ্যঃ

মিফতাহ জামানের গাওয়া ' চির অধরা ' শিরোনামের এই গানটি ২০১০ সালে প্রকাশ করা হয়। জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান "অগ্নিবীণা'র" ব্যানারে প্রকাশিত গানটি মিফতাহ জামানের 'শুধু তোমাকে' অ্যালবামের গান। এটিই তার প্রথম অ্যালবাম। সারাহ বিল্লাহর সাথে যৌথভাবে তার প্রথম অ্যালবাম শুধু তোমাকে মুক্তি পায়। এই অ্যালবামের গান "চির অধরা" এর মাধ্যমেই তিনি ব্যাপক জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন।

মিফতাহ জামানের আরও কিছু মন মাতানো গানঃ

প্লিজ নিজের খেয়াল রেখো।
আমার সেই তুমি।
তাই তোমার খেয়াল।
কতো কিছু বাকি।


কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.