AMAR AMAR LAGE (আমার আমার লাগে) LYRICS - ARMAN ALIF | BENGALI SONG 2018
AMAR AMAR LAGE BY ARMAN ALIF MP3 SONG LYRICS IN BANGLA :
আমার আমার লাগে লিরিক্স |
SONG CREDITS :
■ Song : Amar Amar Lage
■ Singer : Arman Alif
■ Lyrics : Omar Farook Bishal
■ Music : Sahriar Rafat
■ Label : Rosogolla
■ Release Date : Nov 1, 2018
AMAR AMAR LAGE OFFICIAL MUSIC VIDEO
AMAR AMAR LAGE LYRICS IN BANGLA
তোর মুখের মায়ায় পইড়া দেখি,
তোর মুখের মায়ায় পইড়া দেখি।
বুকটা খালি লাগে,
বড়ই খালি খালি লাগে।
কেন জানি তোরে শুধু
আমার আমার লাগে।
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
হয়নি কভু আমার এমন
তোরে দেখার আগে,
মেয়ে তোরে দেখার আগে,
কেন জানি তোরে শুধু
আমার আমার লাগে।
কেন জানি তোরে শুধু
আমার আমার লাগে।
তোরে সামনাসামনি দেখলে পরে,
মন থেকে মন কয়
হাসতে হাসি বনবাসী
হইতে মনে লয়।
খুব করে যে ভাবি তোরে,
ডুব দিয়ে তোর প্রেমে।
তোর হাসিমুখ বাঁধাই করে,
রাখছি মনের ফ্রেমে।
আমি বলতে গিয়েও পারিনা তো,
আমি বলতে গিয়েও পারিনা তো,
জাগে রে ভয় জাগে,
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
হয়নি কভু আমার এমন,
হয়নি কভু আমার এমন,
তোরে দেখার আগে
মেয়ে তোরে দেখার আগে,
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
তোরে মনটা খোঁজে,
চোখটা বোজে, প্রতি দমে দম,
ভেতর জুড়ে তোর লাগি টান
বাড়ছে রে পরম।
প্রেমের ওজন যায় না মাপা,
হোক না যতই ভারি
আমার আমি রাধিক রে তুই
বোঝাতে না পারি।
আমি ছাড়া তুই কারো না,
আমি ছাড়া তুই কারো না,
বলছি আগেভাগে।
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
তোর মুখের মায়ায় পইড়া দেখি,
তোর মুখের মায়ায় পইড়া দেখি
বুকটা খালি লাগে,
বড়ই খালি খালি লাগে।
কেন জানি তোরে শুধু
আমার আমার লাগে।
হয়নি কভু আমার এমন,
হয়নি কভু আমার এমন,
তোরে দেখার আগে,
মেয়ে তোরে দেখার আগে,
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
][ সমাপ্ত ][
Advertisement
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box