PYAR KI DOSE ( প্যায়ার কি ডোজ ) LYRICS - VILLAIN (2018) | BENGALI SONG 2018
PYAR KI DOSE MP3 SONG LYRICS IN BANGLA FROM VILLAIN (2018) :
![]() |
প্যায়ার কি ডোজ লিরিক্স |
SONG CREDITS :
■ Track Name : Pyar Ki Dose
■ Singer : Armaan Malik
■ Lyrics : Rivo
■ Composition : Dev Sen
■ Movie : Villain (2018)
■ Label : SVF
■ Release Date : Sep 17, 2018
PYAR KI DOSE OFFICIAL MUSIC VIDEO
PYAR KI DOSE LYRICS IN BANGLA
উড়ু উড়ু করে মন তোকে চায় সারাক্ষন
বেহায়া হয়েছে চরম।
আজ আবার একাকার
প্রেমের এই ফিবার
ওড়ালো লজ্জা সরম।
চোখে লেগেছে ধোঁয়া,
তোর আঙ্গুল ছোঁয়া,
নেশা আমাকেই ছুঁয়েছে বেদম।
নেই ঠিক ঠিকানা,
ভুলে গিয়ে বাহানা
শুধু ঠোঁটে ঠোঁট খুঁজবে নরম।
বেবি রোজ রোজ রোজ
চ্যাডি প্যায়ার কি ডোজ ,
বেবি রোজ রোজ রোজ
চ্যাডি প্যায়ার কি ডোজ। - [ ২ বার ]
লুকোচুরি খেলা খেলেছি এবেলা,
কেন যে হাইফাই লাগে তোর আদর।
বুকে জলে আগুন - হারাবো বেমালুম,
রাত থেকে হোক ভোর।
দূরে চল না হারাই কোনো অচেনা পাড়ায়,
হোক দেখা শোনা দু একবার।
আজ নেই ঠিকানা ভুলে গিয়ে বাহানা,
শুধু ঠোঁটে ঠোঁট খুঁজবে নরম।
বেবি রোজ রোজ রোজ
চ্যাডি প্যায়ার কি ডোজ ,
বেবি রোজ রোজ রোজ
চ্যাডি প্যায়ার কি ডোজ। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
বেহায়া হয়েছে চরম।
আজ আবার একাকার
প্রেমের এই ফিবার
ওড়ালো লজ্জা সরম।
চোখে লেগেছে ধোঁয়া,
তোর আঙ্গুল ছোঁয়া,
নেশা আমাকেই ছুঁয়েছে বেদম।
নেই ঠিক ঠিকানা,
ভুলে গিয়ে বাহানা
শুধু ঠোঁটে ঠোঁট খুঁজবে নরম।
বেবি রোজ রোজ রোজ
চ্যাডি প্যায়ার কি ডোজ ,
বেবি রোজ রোজ রোজ
চ্যাডি প্যায়ার কি ডোজ। - [ ২ বার ]
লুকোচুরি খেলা খেলেছি এবেলা,
কেন যে হাইফাই লাগে তোর আদর।
বুকে জলে আগুন - হারাবো বেমালুম,
রাত থেকে হোক ভোর।
দূরে চল না হারাই কোনো অচেনা পাড়ায়,
হোক দেখা শোনা দু একবার।
আজ নেই ঠিকানা ভুলে গিয়ে বাহানা,
শুধু ঠোঁটে ঠোঁট খুঁজবে নরম।
বেবি রোজ রোজ রোজ
চ্যাডি প্যায়ার কি ডোজ ,
বেবি রোজ রোজ রোজ
চ্যাডি প্যায়ার কি ডোজ। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box