TUI TO AMAR SOB (তুইতো আমার সব) LYRICS - MINAR RAHMAN | BENGALI SONG 2018
TUI TO AMAR SOB BY MINAR RAHMAN MP3 SONG LYRICS IN BANGLA :
![]() |
তুইতো আমার সব (মিনার রহমান) লিরিক্স |
SONG CREDITS :
■ Track Name : Tui To Amar Sob
■ Singer : Minar Rahman
■ Lyrics : Ahmed Risvy
■ Composition : Musfiq Litu
■ Label : Soundtek
■ Release Date : Aug 20, 2018
TUI TO AMAR SOB OFFICIAL AUDIO SONG
TUI TO AMAR SOB LYRICS IN BANGLA
তোর কাছে যেতে চায়
হৃদয় মানেনা বারণ।
বৃষ্টির শহরে মেঘলা
আমার এই মন। - [ ২ বার ]
তুই কি আমার মতো ভাবিস আমায়?
ভালোবাসা খুঁজে নিস জলের ছোঁয়ায়?
তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব।
তুই...তুই তো আমার সব
তুই...তুই তো আমার সব
তুই তো আমার সব।
অভিমানী ভুলগুলো
যেন ফুল হয়,
একা একা কাটেনাতো
বিরহী সময়। - [ ২ বার ]
তুই কি আমার মতো সপ্ন দেখিস?
চোখের আকাশ জুড়ে আমায় আঁকিস?
তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব।
তুই...তুই তো আমার সব,
তুই...তুই তো আমার সব,
তুই তো আমার সব।
ভেজা চোখে ঝরে পরে
শিশিরের সুর,
তোর কথা মনে পরে
রাত্রি দুপুর। - [ ২ বার ]
তুই কি আমার মতো উদাস কবি?
লিখে যাস হৃদয়ে কাব্য ছবি?
তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব।
তুই...তুই তো আমার সব,
তুই...তুই তো আমার সব,
তুই তো আমার সব।
][ সমাপ্ত ][
হৃদয় মানেনা বারণ।
বৃষ্টির শহরে মেঘলা
আমার এই মন। - [ ২ বার ]
তুই কি আমার মতো ভাবিস আমায়?
ভালোবাসা খুঁজে নিস জলের ছোঁয়ায়?
তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব।
তুই...তুই তো আমার সব
তুই...তুই তো আমার সব
তুই তো আমার সব।
অভিমানী ভুলগুলো
যেন ফুল হয়,
একা একা কাটেনাতো
বিরহী সময়। - [ ২ বার ]
তুই কি আমার মতো সপ্ন দেখিস?
চোখের আকাশ জুড়ে আমায় আঁকিস?
তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব।
তুই...তুই তো আমার সব,
তুই...তুই তো আমার সব,
তুই তো আমার সব।
ভেজা চোখে ঝরে পরে
শিশিরের সুর,
তোর কথা মনে পরে
রাত্রি দুপুর। - [ ২ বার ]
তুই কি আমার মতো উদাস কবি?
লিখে যাস হৃদয়ে কাব্য ছবি?
তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব।
তুই...তুই তো আমার সব,
তুই...তুই তো আমার সব,
তুই তো আমার সব।
][ সমাপ্ত ][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box