TOR BHALOBASHA (তোর ভালোবাসা) LYRICS - KAZI RAFI | BENGALI SONG 2018

TOR BHALOBASHA BY KAZI RAFI FULL MP3 SONG LYRICS IN BANGLA :

tor-bhalobasha-by-kazi-rafi-lyrics
তোর ভালোবাসা ( কাজী রাফি ) লিরিক্স 
TOR BHALOBASHA LYRICS BY KAZI RAFI : Presenting ' Tor Bhalobasha ' Bengali Song Lyrics.This song is sung By Kazi Rafi & also Lyrics planned By Himself.While the music is also composed by Kazi Rafi.The song was released under the Banner of " Z-UNIT ",






SONG CREDITS :

■ Track Name : Tor Bhalobasha
■ Singer : Kazi Rafi
■ Lyrics : Kazi Rafi
■ Music : Kazi Rafi
■ Label : Z Unit
■ Release Date : Apr 22,2018

TOR BHALOBASHA OFFICIAL AUDIO SONG


TOR BHALOBASHA LYRICS IN BANGLA

এ বুকে আজও তোর ভালোবাসা,
তোর স্মৃতি নিয়ে বেঁচে থাকা ।
ফেরারী মন আজ বলে গেলো,
আর পাবোনা বুঝি তোর দেখা ।

তোকে ভেবে চেয়ে থাকি ,
আকাশে একাকী।

এ বুকে আজও তোর ভালোবাসা,
তোর স্মৃতি নিয়ে বেঁচে থাকা ।
ফেরারী মন আজ বলে গেলো,
আর পাবোনা বুঝি তোর দেখা ।

ছিলি যখন একা একা,
খুঁজে নিলি আমাকে ।
এখন সব ফিরে পেয়ে,
মিলে গেলি সাগরে ।

দিয়েছিলি কথা তুই ,
ভুলবিনা কখনো।

এ বুকে আজও তোর ভালোবাসা,
তোর স্মৃতি নিয়ে বেঁচে থাকা ।
ফেরারী মন আজ বলে গেলো,
আর পাবোনা বুঝি তোর দেখা ।

চাঁদ ওঠে আজও রাতে,
দূরের ওই আকাশে ।
নেই শুধু তুই আমার,
এ বুকের বা পাশে ।

দিয়েছিলি কথা তুই ,
ভুলবিনা কখনো।

এ বুকে আজও তোর ভালোবাসা,
তোর স্মৃতি নিয়ে বেঁচে থাকা ।
ফেরারী মন আজ বলে গেলো,
আর পাবোনা বুঝি তোর দেখা । - [ ২ বার ]
][ সমাপ্ত ][ 

1 টি মন্তব্য:

  1. অস্থির একটা গান।খুবই পছন্দের গান ❤️❤️❤️
    100 বারের উপরে শুনেছি গানটা।

    উত্তরমুছুন

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.