SHOPNER CHEYEO MODHUR (স্বপ্নের চেয়েও মধুর) LYRICS - HABIB WAHID | BENGALI ROMANTIC SONG
SHOPNER CHEYEO MODHUR MP3 SONG LYRICS IN BANGLA BY HABIB WAHID :
![]() |
স্বপ্নের চেয়েও মধুর লিরিক্স |
SONG CREDITS :
■ Song Name : Shopner Cheyeo Modhurr
■ Singer : Habib Wahid
■ Lyrics : Susmita Biswas Sathi
■ Music : Habib Wahid
■ Album : Shono (2006)
■ Label : Laser Vision
■ Release Date : Nov 9, 2006
SHOPNER CHEYEO MODHUR AUDIO SONG
SHOPNER CHEYEO MODHUR LYRICS
স্বপ্নে তার সাথে হয় দেখা,
বসে বসে ভাবি,
তা একা একা।
সে যে স্বপ্নে আসে তবু
স্বপ্নের চেয়েও মধুর।
তাকে পাবার আশায়,
দু'চোখ রাখা দূর বহুদূর।
তার স্বপ্ন দেখে রাত চলে যায়,
তারপর আসে ভোর,
তারপর আমার ঘুম ভাঙে।
দেখি ব্যস্ততার শহর,
অবিরাম ছুটে চলা,
একা একা কথা বলা।
কত কিছু বলে ফেলা,
তাকে ভালোবেশে ফেলা,
এ ভালবাসাতেই রোদ্দুর !
তার স্বপ্ন আধাঁরে ঘেরা নয়,
সোনালী রোদে ভরা,
মেঘের আকাশ চাই না।
তার স্বপ্নে আছে তাঁরা!
বেসেছি ভালো তাকে,
স্বপ্ন দেখার ফাঁকে।
স্বপ্নের রং মেখে,
মনেতে তার ছবি এঁকে।
সে স্বপ্নের চেয়েও মধুর!
স্বপ্নে তার সাথে হয় দেখা,
বসে বসে ভাবি,
তা একা একা।
সে যে স্বপ্নে আসে তবু
স্বপ্নের চেয়েও মধুর।
তাকে পাবার আশায়,
দু'চোখ রাখা দূর বহুদূর।
][ সমাপ্ত ][
Boshe Bosge Vabi,
Ta Eka Eka..
Shey Je Shopne Ase Tobu,
Shopner Cheyeo Modhur..
Takey Pabar Ashay,
Du'Chokhe Rakha Dur Bohudur...
Taar Shopno Dekhe Raat Chole Jay,
Tarpor Ashe Vor,
Tarpor Amar Ghum Vange.. !
Dekhi Bestotar Shohor,
Obiram Chhutey Chola,
Eka Eka Kotha Bola...
Koto Kichu Bole Fela,
Takey Valobese Fela..
E Valobashetei Roddur.. !
Taar Shopno Adhare Ghera Noy,
Shonali Rodey Vora,
Megher Akash Chai na..
Taar Shopne Ache Tara.. !
Besechi Valo Takey,
Shopno Dekhar Fakey...
Shopner Rong Mekhe
Monete Taar Chhobi Eke... !
Shey Shopner Cheyeo Modhur.. !
Shopne Tar Sathe Hoy Dekha,
Boshe Bosge Vabi,
Ta Eka Eka..
Shey Je Shopne Ase Tobu,
Shopner Cheyeo Modhur..
Takey Pabar Ashay,
Du'Chokhe Rakha Dur Bohudur...
][ THE END ][
বসে বসে ভাবি,
তা একা একা।
সে যে স্বপ্নে আসে তবু
স্বপ্নের চেয়েও মধুর।
তাকে পাবার আশায়,
দু'চোখ রাখা দূর বহুদূর।
তার স্বপ্ন দেখে রাত চলে যায়,
তারপর আসে ভোর,
তারপর আমার ঘুম ভাঙে।
দেখি ব্যস্ততার শহর,
অবিরাম ছুটে চলা,
একা একা কথা বলা।
কত কিছু বলে ফেলা,
তাকে ভালোবেশে ফেলা,
এ ভালবাসাতেই রোদ্দুর !
তার স্বপ্ন আধাঁরে ঘেরা নয়,
সোনালী রোদে ভরা,
মেঘের আকাশ চাই না।
তার স্বপ্নে আছে তাঁরা!
বেসেছি ভালো তাকে,
স্বপ্ন দেখার ফাঁকে।
স্বপ্নের রং মেখে,
মনেতে তার ছবি এঁকে।
সে স্বপ্নের চেয়েও মধুর!
স্বপ্নে তার সাথে হয় দেখা,
বসে বসে ভাবি,
তা একা একা।
সে যে স্বপ্নে আসে তবু
স্বপ্নের চেয়েও মধুর।
তাকে পাবার আশায়,
দু'চোখ রাখা দূর বহুদূর।
][ সমাপ্ত ][
Advertisement
SHOPNER CHEYEO MODHUR LYRICS
Shopne Tar Sathe Hoy Dekha,Boshe Bosge Vabi,
Ta Eka Eka..
Shey Je Shopne Ase Tobu,
Shopner Cheyeo Modhur..
Takey Pabar Ashay,
Du'Chokhe Rakha Dur Bohudur...
Taar Shopno Dekhe Raat Chole Jay,
Tarpor Ashe Vor,
Tarpor Amar Ghum Vange.. !
Dekhi Bestotar Shohor,
Obiram Chhutey Chola,
Eka Eka Kotha Bola...
Koto Kichu Bole Fela,
Takey Valobese Fela..
E Valobashetei Roddur.. !
Taar Shopno Adhare Ghera Noy,
Shonali Rodey Vora,
Megher Akash Chai na..
Taar Shopne Ache Tara.. !
Besechi Valo Takey,
Shopno Dekhar Fakey...
Shopner Rong Mekhe
Monete Taar Chhobi Eke... !
Shey Shopner Cheyeo Modhur.. !
Shopne Tar Sathe Hoy Dekha,
Boshe Bosge Vabi,
Ta Eka Eka..
Shey Je Shopne Ase Tobu,
Shopner Cheyeo Modhur..
Takey Pabar Ashay,
Du'Chokhe Rakha Dur Bohudur...
][ THE END ][
এই গানটি সম্পর্কে কিছু তথ্য :
স্বপ্নের চেয়েও মধুর শিরোনামের এই গানটি হাবিব ওয়াহিদ এর প্রথম একক অ্যালবাম এবং চতুর্থ ষ্টুডিও অ্যালবাম " শোনো !" এর একটি গান । এই গানটি ২০০৬ সালের ৯ নভেম্বর সিডি আকারে প্রকাশ করা হয়। এই অ্যালবামে ৯ টি গান সংযুক্ত করা হয় এবং শুধুমাত্র ১টি গান ( ক্যালেন্ডারের পাতা ) ব্যতিত সবগুলো গানেই হাবিব ওয়াহিদ কণ্ঠ দিয়েছিলেন। ক্যালেন্ডারের পাতা শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তার বাবা ফেরদৌস ওয়াহিদ।
বাংলা নতুন সব গানের লিরিক্স পেতে এবং গান সম্পর্কে সঠিক তথ্য জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box