PAGOL AMI (পাগল আমি) LYRICS - ALVI RUJAN | BENGALI SONG 2018

PAGOL AMI BY ALVI RUJAN MP3 SONG LYRICS IN BANGLA :

pagol-ami-lyrics,pagol-ami-by-alvi-rujan-lyrics,pagol-ami-mp3-song-download,pagol-ami-lyrics-in-bangla
পাগল আমি ( আলভী রুজান ) লিরিক্স
PAGOL AMI LYRICS BY ANKUR MAHMUD FEAT. ALVI RUJAN : Presenting ' Pagol Ami ' Bengali Song Lyrics.This song is sung By Alvi Rujan & also Lyrics planned by himself while the Music is recreated By Ankur Mahamud.









SONG CREDITS :

■ Song Name : Pagol Ami
■ Singer : Alvi Rujan
■ Lyrics : Alvi Rujan
■ Music : Ankur Mahamud
■ Label : Eagle Music
■ Release Date : Aug 9, 2018

PAGOL AMI OFFICIAL MUSIC VIDEO


PAGOL AMI LYRICS IN BANGLA 

শৈশব আমার রঙিন ছিলো স্কুল জীবনে,
স্বপ্ন তখন দেখি আমি হাজারও রঙে।
হঠাৎ জীবন থেমে গেলো,
তোমার কারণে,
পাগল হয়ে এখন আমি
স্টেশনের মোরে। - [ ২ বার ]

তোমারে খুঁইজা বেড়ায় মন,
তুমি তো মনের প্রিয়জন।
তোমারে কোন শহরে পাই?

পাগল আমি ঘুরে ঘুরে যাই,
পাগল আমি ঘুরে ঘুরে যাই।

প্রথম যেদিন তুমি আমার
সামনে দিয়ে যাও,
মনটা আমার চুরি করে স্কুলে পলাও।
মন তালাশে এখন আমি
তোমার অপেক্ষায়,
আসবে কবে আবার তুমি
আমার অজানায়। - [ ২ বার ]

তোমারে খুঁইজা বেড়ায় মন,
তুমি তো মনের প্রিয়জন।
তোমারে কোন শহরে পাই?

পাগল আমি ঘুরে ঘুরে যাই,
পাগল আমি ঘুরে ঘুরে যাই।

সকাল বিকাল সন্ধ্যা হয়ে
রাত পেরিয়ে যায়।
ভোরের আলো কেনো
এসে আমারে কাঁদায় ?
এমন কত কাল পেরিয়ে
আজও সে জাগায়,
তোমার কথা মনে হলে
ধুলারে উড়ায়। - [ ২ বার ]

তোমারে খুঁইজা বেড়ায় মন,
তুমি তো মনের প্রিয়জন।
তোমারে কোন শহরে পাই?

পাগল আমি ঘুরে ঘুরে যাই,
পাগল আমি ঘুরে ঘুরে যাই।
][ সমাপ্ত ][ 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.