MON AMAR KEMON KEMON KORE (মন আমার কেমন কেমন করে) LYRICS - NAKASH AZIZ | TUI SUDHU AMAR (2018)
MON AMAR KEMON KEMON KORE MP3 SONG LYRICS IN BANGLA :
![]() |
মন আমার কেমন কেমন করে লিরিক্স |
SONG CREDITS :
■ Track Name : Mon Amar Kemon Kemon Kore
■ Singer : Nakash Aziz
■ Lyrics : Dolaan Mainnakk
■ Composition : Dolaan Mainnakk
■ Label : Eskay Movies
■ Release Date : Aug 11, 2018
MON AMAR KEMON KEMON KORE OFFICIAL MUSIC VIDEO
MON AMAR KEMON KEMON KORE LYRICS IN BANGLA
এতোদিন সাদা মনে কাদা লাগেনি,
প্রেম কি হয় তা আগে বুঝেও বুঝিনি।
এতোদিন সাদা মনে কাদা লাগেনি,
প্রেম কি হয় তা আগে বুঝেও বুঝিনি।
কে যেনো বড়শি দিয়া,
নিলো যে আমায় তুইলা,
বুকেরই মাঝে বাজে
তাক ধিনা ধিন ধিন রে !
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে ,
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে,
মন আমার কেমন কেমন করে।
আরে ঝপট ঝপট হেচঁর পেঁচর
কতো কিছু হয়,
তারে দেইখা দিল দরিয়ায়
যেন তুফান বয়। - [ ২ বার ]
তার ঐ রূপের ঝলক,
জ্বলে যে রজব মজব।
আমার এই বুকে বাজে
তাক ধিনা ধিন ধিন রে !
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে !
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে !
মন আমার কেমন কেমন করে।
আরে বধূ বিনে এ জীবনে
বেঁচে থাকা দায়,
কেমন কইরা পামু তারে
কইয়া দে উপায়। - [ ২ বার ]
তুই যে প্রাণ সজনী,
তোকে নিয়ে স্বপ্ন বুনি,
আমার এই বুকে বাজে
তাক ধিনা ধিন ধিন হা!
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে !
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে !
মন আমার কেমন কেমন করে।
][ সমাপ্ত ][
প্রেম কি হয় তা আগে বুঝেও বুঝিনি।
এতোদিন সাদা মনে কাদা লাগেনি,
প্রেম কি হয় তা আগে বুঝেও বুঝিনি।
কে যেনো বড়শি দিয়া,
নিলো যে আমায় তুইলা,
বুকেরই মাঝে বাজে
তাক ধিনা ধিন ধিন রে !
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে ,
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে,
মন আমার কেমন কেমন করে।
আরে ঝপট ঝপট হেচঁর পেঁচর
কতো কিছু হয়,
তারে দেইখা দিল দরিয়ায়
যেন তুফান বয়। - [ ২ বার ]
তার ঐ রূপের ঝলক,
জ্বলে যে রজব মজব।
আমার এই বুকে বাজে
তাক ধিনা ধিন ধিন রে !
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে !
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে !
মন আমার কেমন কেমন করে।
আরে বধূ বিনে এ জীবনে
বেঁচে থাকা দায়,
কেমন কইরা পামু তারে
কইয়া দে উপায়। - [ ২ বার ]
তুই যে প্রাণ সজনী,
তোকে নিয়ে স্বপ্ন বুনি,
আমার এই বুকে বাজে
তাক ধিনা ধিন ধিন হা!
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে !
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে !
মন আমার কেমন কেমন করে।
][ সমাপ্ত ][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box