GIRLFRIEND (গার্লফ্রেন্ড) SONG LYRICS - Rupam Islam | Bonny - Koushani - Jeet Gannguli
GIRLFRIEND BENGALI MOVIE TITLE TRACK LYRICS IN BANGLA :
![]() |
গার্লফ্রেন্ড ( রূপম ইসলাম ) লিরিক্স |
SONG CREDITS :
■ Track Name : Girlfriend
■ Singer : Rupam Islam
■ Lyrics : Raja Chanda
■ Composition : Jeet Gannguli
■ Movie : Girlfriend (2018)
■ Producer : Nispal Singh
■ Label : Surinder Films Pvt. Ltd.
■ Release Date : Aug 22, 2018
GIRLFRIEND BENGALI MOVIE TITLE TRACK
GIRLFRIEND SONG LYRICS IN BANGLA
ভিড় ঠেলে মিনি বাসে,
একখানা সিট রেখে,
জানলায় চোখ খুঁজে কোনো মুখ।
রোদ্দুর বিকেলে,
তোর লাল সাইকেলে,
রেস্ট্রিকট লাইব্রেরী ধুক বুক।
গার্লফ্রেন্ড,
তুমি আমার স্বপ্নে আসা পরী।
গার্লফ্রেন্ড,
না না অন্য কিছু ভাবি সরি।
গার্লফ্রেন্ড,
তুমি আমার প্রথম দেখা স্টেশন।
গার্লফ্রেন্ড,
না না অন্য কিছুর ডেফিনেশন।
মন কেমন সন্ধ্যেটায়,
চুপকরে - হাতধরে - ফার্স্ট কিস
ভাগ্যিস।
চুপ চাপ চুপ,
কলেজে টুপ,
সাতদিনই ক্যান্টিনে বসে বসে
ক্লাস মিস, ভাগ্যিস।
গার্লফ্রেন্ড,
মানে হঠাৎ গাইছি আনমনে।
গার্লফ্রেন্ড,
না না বুঝিয়ে বলতে পারবো না।
গার্লফ্রেন্ড,
মানে উথাল পাথাল সেনসেশন।
গার্লফ্রেন্ড,
না না অন্য কিছুর ডেফিনেশন।
মাঝ রাতে - তাঁরাদের
সিলভার চাঁদটার সঙ্গে হিংসে।
জানলায় মুখ,
সব ভুল যুগ,
কবিতার খাতা আর খালি গায়ে জিন্সে।
গার্লফ্রেন্ড,
মানে হঠাৎ রাস্তা পিছু পিছু।
গার্লফ্রেন্ড,
না না গুলিয়ে যাচ্ছে সব কিছু।
গার্লফ্রেন্ড,
মানে ইচ্ছে খুশির পারমিশন।
গার্লফ্রেন্ড,
না না অন্য কিছুর ডেফিনেশন।
][ সমাপ্ত ][
একখানা সিট রেখে,
জানলায় চোখ খুঁজে কোনো মুখ।
রোদ্দুর বিকেলে,
তোর লাল সাইকেলে,
রেস্ট্রিকট লাইব্রেরী ধুক বুক।
গার্লফ্রেন্ড,
তুমি আমার স্বপ্নে আসা পরী।
গার্লফ্রেন্ড,
না না অন্য কিছু ভাবি সরি।
গার্লফ্রেন্ড,
তুমি আমার প্রথম দেখা স্টেশন।
গার্লফ্রেন্ড,
না না অন্য কিছুর ডেফিনেশন।
মন কেমন সন্ধ্যেটায়,
চুপকরে - হাতধরে - ফার্স্ট কিস
ভাগ্যিস।
চুপ চাপ চুপ,
কলেজে টুপ,
সাতদিনই ক্যান্টিনে বসে বসে
ক্লাস মিস, ভাগ্যিস।
গার্লফ্রেন্ড,
মানে হঠাৎ গাইছি আনমনে।
গার্লফ্রেন্ড,
না না বুঝিয়ে বলতে পারবো না।
গার্লফ্রেন্ড,
মানে উথাল পাথাল সেনসেশন।
গার্লফ্রেন্ড,
না না অন্য কিছুর ডেফিনেশন।
মাঝ রাতে - তাঁরাদের
সিলভার চাঁদটার সঙ্গে হিংসে।
জানলায় মুখ,
সব ভুল যুগ,
কবিতার খাতা আর খালি গায়ে জিন্সে।
গার্লফ্রেন্ড,
মানে হঠাৎ রাস্তা পিছু পিছু।
গার্লফ্রেন্ড,
না না গুলিয়ে যাচ্ছে সব কিছু।
গার্লফ্রেন্ড,
মানে ইচ্ছে খুশির পারমিশন।
গার্লফ্রেন্ড,
না না অন্য কিছুর ডেফিনেশন।
][ সমাপ্ত ][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box