BOLTE PARINI (বলতে পারিনি) LYRICS - GOLD | Akshay Kumar - Mouni Roy - Arko
BOLTE PARINI FULL MP3 SONG LYRICS IN BANGLA FROM GOLD :
![]() |
বলতে পারিনি ( GOLD ) লিরিক্স |
SONG CREDITS :
■ Song Name : Bolte Parini
■ Singer : Arko
■ Lyrics : Chandrani Ganguli
■ Music : Arko
■ Movie : GOLD (2018)
■ Label : Zee Music Company
■ Release Date : Aug 9, 2018
BOLTE PARINI OFFICIAL MUSIC VIDEO
BOLTE PARINI LYRICS IN BANGLA
বলতে পারিনি যে মনেরই কথা,
কানে কানে আজ বলে যাই।
আমার ঘুম না আসা রাতে,
আমার অজানা বিষাদে,
আমি হাত বাড়ালে তোকেই যেনো পাই।
বাঁধা পড়েছে আমার মন যে,
বাঁধা পড়েছে আমার মন রে,
ও ...জানি না কবে যে কখন রে।
সঙ্গে না হয় আজ দু'পা চল রে
তুই ছাড়া আমি যে অচল রে।
যদি ঝড়ে ভাঙে ঘর,
তবে আমি বাঁধবো আবার।
সেই ছোট্ট ছোট্ট খেলা ঘরে,
তুই হলই সঙ্গী আমার।
বলতে পারিনি যে মনেরই কথা,
কানে কানে আজ বলে যাই।
আমার ঘুম না আসা রাতে,
আমার অজানা বিষাদে,
আমি হাত বাড়ালেই তোকে যেনো পাই।
বাঁধা পড়েছে আমার মন রে,
ও জানি না কবে যে কখন রে।
সঙ্গে না হয় আজ দু'পা চল রে
তুই ছাড়া আমি যে অচল রে।
][ সমাপ্ত ][
কানে কানে আজ বলে যাই।
আমার ঘুম না আসা রাতে,
আমার অজানা বিষাদে,
আমি হাত বাড়ালে তোকেই যেনো পাই।
বাঁধা পড়েছে আমার মন যে,
বাঁধা পড়েছে আমার মন রে,
ও ...জানি না কবে যে কখন রে।
সঙ্গে না হয় আজ দু'পা চল রে
তুই ছাড়া আমি যে অচল রে।
যদি ঝড়ে ভাঙে ঘর,
তবে আমি বাঁধবো আবার।
সেই ছোট্ট ছোট্ট খেলা ঘরে,
তুই হলই সঙ্গী আমার।
বলতে পারিনি যে মনেরই কথা,
কানে কানে আজ বলে যাই।
আমার ঘুম না আসা রাতে,
আমার অজানা বিষাদে,
আমি হাত বাড়ালেই তোকে যেনো পাই।
বাঁধা পড়েছে আমার মন রে,
ও জানি না কবে যে কখন রে।
সঙ্গে না হয় আজ দু'পা চল রে
তুই ছাড়া আমি যে অচল রে।
][ সমাপ্ত ][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box