AMI ROBO NIROBE (আমি রবো নীরবে) LYRICS - IMRAN | BENGALI SONG 2018
AMI ROBO NIROBE BY IMRAN MP3 SONG LYRICS IN BANGLA FROM BARI FERA :
![]() |
আমি রবো নীরবে লিরিক্স |
SONG CREDITS :
■ Track Name : Ami Robo Nirobe
■ Singer : Imran Mahmudul
■ Lyrics :Snahashish Ghosh
■ Composition :Rezwan Sheikh
■ Drama : Bari Fera
■ Label : CD Choice
■ Release Date : Aug 30, 2018
AMI ROBO NIROBE OFFICIAL MUSIC VIDEO
AMI ROBO NIROBE LYRICS IN BANGLA
আর কখনো নেবো না ঠাঁই,
মায়ের আঁচলে।
আর কখনো জড়াবো না বুক
বাবার ঐ কোলে।
আর কখনো ভরবে না মন,
বন্ধুর কোলাহলে।
সবই ছেড়ে যাচ্ছি আমি
অনেক দূরে চলে।
আমার জন্য এই পৃথিবীর
কিছুই না থেমে রবে,
চলবে পৃথিবী তার নিয়মে। - [ ২ বার ]
আমি রবো নীরবে,
আমি রবো নীরবে।
চোখের জলে দিচ্ছে সবাই
এই আমাকে বিদায়।
প্রিয় এই মুখগুলো রেখে যেতে
মন না চায়। - [ ২ বার ]
আমার জন্য এই পৃথিবীর
কিছুই না থেমে রবে,
চলবে পৃথিবী তার নিয়মে। - [ ২ বার ]
আমি রবো নীরবে,
আমি রবো নীরবে।
কেমন করে থাকবো আমি
অচিন ঠিকানায়।
সবাইকে ছেড়ে আমার একা
থাকার অভ্যাস তো নাই। - [ ২ বার ]
আমার জন্য এই পৃথিবীর
কিছুই না থেমে রবে,
চলবে পৃথিবী তার নিয়মে। - [ ২ বার ]
আমি রবো নীরবে,
আমি রবো নীরবে।
][ সমাপ্ত ][
মায়ের আঁচলে।
আর কখনো জড়াবো না বুক
বাবার ঐ কোলে।
আর কখনো ভরবে না মন,
বন্ধুর কোলাহলে।
সবই ছেড়ে যাচ্ছি আমি
অনেক দূরে চলে।
আমার জন্য এই পৃথিবীর
কিছুই না থেমে রবে,
চলবে পৃথিবী তার নিয়মে। - [ ২ বার ]
আমি রবো নীরবে,
আমি রবো নীরবে।
চোখের জলে দিচ্ছে সবাই
এই আমাকে বিদায়।
প্রিয় এই মুখগুলো রেখে যেতে
মন না চায়। - [ ২ বার ]
আমার জন্য এই পৃথিবীর
কিছুই না থেমে রবে,
চলবে পৃথিবী তার নিয়মে। - [ ২ বার ]
আমি রবো নীরবে,
আমি রবো নীরবে।
কেমন করে থাকবো আমি
অচিন ঠিকানায়।
সবাইকে ছেড়ে আমার একা
থাকার অভ্যাস তো নাই। - [ ২ বার ]
আমার জন্য এই পৃথিবীর
কিছুই না থেমে রবে,
চলবে পৃথিবী তার নিয়মে। - [ ২ বার ]
আমি রবো নীরবে,
আমি রবো নীরবে।
][ সমাপ্ত ][
Advertisement
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box