AMAR JONYE TUI PRITHIBI (আমার জন্যে তুই পৃথিবী) LYRICS - ISHAN | BENGALI SONG 2018
AMAR JONYE TUI PRITHIBI MP3 SONG LYRICS IN BANGLA FROM BINI SHUTOR TAAN :
![]() |
আমার জন্যে তুই পৃথিবী লিরিক্স |
SONG CREDITS :
■ Track Name : Amar Jonye Tui Prithibi
■ Singer : Ishan
■ Lyrics : Asif Iqbal
■ Composition : Amit & Ishan
■ Telefilm : Bini Shutor Taan
■ Label : Gaanchill Music
■ Release Date : Aug 30, 2018
AMAR JONYE TUI PRITHIBI VIDEO SONG
AMAR JONYE TUI PRITHIBI LYRICS IN BANGLA
আকাশের ঐ হাজার তাঁরা
গুনে দিশেহারা।
চেনে সবাই একটি তাঁরা
নাম ধ্রুবতারা। - [ ২ বার ]
আমার পরান, আমার ধ্রুব,
আছিস হৃদয়জুড়ে।
আমার কাছে থাকিস রে তুই
যাস না ছেড়ে দূরে।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
আজ যে তোর নির্ভরতা
আমার এই আঙুলে,
আমার এ হাত তোর মুঠোতে,
জানি কাল নিবি তুলে।
তোর অবুঝ প্রশ্নগুলো,
মনের ভেতর ঘোরে।
তোর মন খারাপে,
আমার ভেতর যায় রে ভেঙেচুরে।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
নিষ্পাপ তোর চাহনিতে,
এতো মায়া কেন কে জানে !
ভুবনকারা তোর ঐ হাসি,
আমার বাঁচার মানে।
আমার পরান, আমার ধ্রুব,
আছিস হৃদয়জুড়ে।
আমার কাছে থাকিস রে তুই
যাস না ছেড়ে দূরে।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
][ সমাপ্ত ][
গুনে দিশেহারা।
চেনে সবাই একটি তাঁরা
নাম ধ্রুবতারা। - [ ২ বার ]
আমার পরান, আমার ধ্রুব,
আছিস হৃদয়জুড়ে।
আমার কাছে থাকিস রে তুই
যাস না ছেড়ে দূরে।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
আজ যে তোর নির্ভরতা
আমার এই আঙুলে,
আমার এ হাত তোর মুঠোতে,
জানি কাল নিবি তুলে।
তোর অবুঝ প্রশ্নগুলো,
মনের ভেতর ঘোরে।
তোর মন খারাপে,
আমার ভেতর যায় রে ভেঙেচুরে।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
নিষ্পাপ তোর চাহনিতে,
এতো মায়া কেন কে জানে !
ভুবনকারা তোর ঐ হাসি,
আমার বাঁচার মানে।
আমার পরান, আমার ধ্রুব,
আছিস হৃদয়জুড়ে।
আমার কাছে থাকিস রে তুই
যাস না ছেড়ে দূরে।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
][ সমাপ্ত ][
Advertisement
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box