BUKER BA PASHE ( বুকের বা পাশে ) LYRICS - MAHTIM SHAKIB | BENGALI SONG 2018
BUKER BA PASHE FULL MP3 SONG LYRICS IN BANGLA BY MAHTIM SHAKIB :
![]() |
| বুকের বা পাশে লিরিক্স |
SONG CREDITS :
■ Song Name : Buker Ba Pashe
■ Music Director: Sajid Sarker
■ Singer : Mahtim Shakib
■ Lyrics: Shomeswar Oli
■ Label : Cd Choice
■ Release Date : Jun 19,2018
BUKER BA PASHE OFFICIAL MUSIC VIDEO
BUKER BA PASHE LYRICS IN BANGLA
স্মৃতির
জোনাকি ছাড়া কিছু নেই,
বুকের
বা পাশে।
আমার
দুঃখ বাড়ে -
যেকোনো
ঋতুর
পাল্টে
যাওয়া বাতাসে।
আলতো
গায়ে মাখি -
যতনে
তুলে রাখি,
তোমার
লেখা যত চিঠি আসে।
জানলা
খুলে রাখি -
আসলে
সবই ফাঁকি,
তোমার
নামে তবু আলো আসে।
স্মৃতির
জোনাকি ছাড়া কিছু নেই,
বুকের
বা পাশে।
অল্প
আলোর শহর
কত
মন ভেঙে যায়।
জেগে
উঠে অভিমান
চিত্রকল্প
ভরা কবিতায়।
আরো
ব্যথা পেতে বাকি আছে,
কিছু
ঘটনা বুঝি তাই চোখে ভাসে।
আলতো
গায়ে মাখি -
যতনে
তুলে রাখি,
তোমার
লেখা যত চিঠি আসে।
জানলা
খুলে রাখি -
আসলে
সবই ফাঁকি,
তোমার
নামে তবু আলো আসে।
স্মৃতির
জোনাকি ছাড়া কিছু নেই,
বুকের
বা পাশে।
ব্যর্থ
প্রেমের মানুষ কত দূর যাবে
আর ?
চারিদিকে
প্রিয় মুখ হয়ে আছে যেন কাঁটাতার।
যারে
ছুঁয়ে গেলে ভালো লাগে,
তারে
দেখি না কেন যে বার মাসে?
আলতো
গায়ে মাখি -
যতনে
তুলে রাখি,
তোমার
লেখা যত চিঠি আসে।
জানলা
খুলে রাখি -
আসলে
সবই ফাঁকি,
তোমার
নামে শুধু আলো আসে।
স্মৃতির
জোনাকি ছাড়া কিছু নেই,
বুকের
বা পাশে।
আমার
দুঃখ বাড়ে -
যেকোনো
ঋতুর
পাল্টে
যাওয়া বাতাসে।
][ সমাপ্ত ][
][ সমাপ্ত ][
Advertisement
BUKER BA PASHE LYRICS
Smritir Jonaki Chara Kichu Nei,
Buker Ba Pashe !
Amar Dukkho Barey - Jekono Ritur
Palte Jawa Batashe..
Alto Gaye Makhi - Jotone Tule Rakhi,
Tomar Lekha Joto Chithi Ashey...
Janla Khule Rakhi - Asole Sobi Faki,
Tomar Namey Tobu Alo Ase.. !
Smritir Jonaki Chara Kichu Nei,
Buker Ba Pashe !
Alpo Alo Shohor,
Koto Mon Venge Jay!
Jegey Uthe Obhiman,
Chitrokolpe Vora kobitay.. !
Aro Betha Pete Baki Ache...
Kichu Ghotona Bujhi Tai Chokhe Vashey..
Alto Gaye Makhi - Jotone Tule Rakhi,
Tomar Lekha Joto Chithi Ashey...
Janla Khule Rakhi - Asole Sobi Faki,
Tomar Namey Tobu Alo Ase.. !
Smritir Jonaki Chara Kichu Nei,
Buker Ba Pashe !
Bertho Premer Manush Koto Dur Jabe Ar?
Charidikey Priyo MUkh HOye Ache Jeno Katatar...
Jare Chuye Gele Valo Lage.
Tare Dekhi na Keno Je Baro Mash..
Smritir Jonaki Chara Kichu Nei,
Buker Ba Pashe !
Amar Dukkho Barey - Jekono Ritur
Palte Jawa Batashe..
Alto Gaye Makhi - Jotone Tule Rakhi,
Tomar Lekha Joto Chithi Ashey...
Janla Khule Rakhi - Asole Sobi Faki,
Tomar Namey Tobu Alo Ase.. !
Buker Ba Pashe !
Amar Dukkho Barey - Jekono Ritur
Palte Jawa Batashe..
Alto Gaye Makhi - Jotone Tule Rakhi,
Tomar Lekha Joto Chithi Ashey...
Janla Khule Rakhi - Asole Sobi Faki,
Tomar Namey Tobu Alo Ase.. !
Smritir Jonaki Chara Kichu Nei,
Buker Ba Pashe !
Alpo Alo Shohor,
Koto Mon Venge Jay!
Jegey Uthe Obhiman,
Chitrokolpe Vora kobitay.. !
Aro Betha Pete Baki Ache...
Kichu Ghotona Bujhi Tai Chokhe Vashey..
Alto Gaye Makhi - Jotone Tule Rakhi,
Tomar Lekha Joto Chithi Ashey...
Janla Khule Rakhi - Asole Sobi Faki,
Tomar Namey Tobu Alo Ase.. !
Smritir Jonaki Chara Kichu Nei,
Buker Ba Pashe !
Bertho Premer Manush Koto Dur Jabe Ar?
Charidikey Priyo MUkh HOye Ache Jeno Katatar...
Jare Chuye Gele Valo Lage.
Tare Dekhi na Keno Je Baro Mash..
Smritir Jonaki Chara Kichu Nei,
Buker Ba Pashe !
Amar Dukkho Barey - Jekono Ritur
Palte Jawa Batashe..
Alto Gaye Makhi - Jotone Tule Rakhi,
Tomar Lekha Joto Chithi Ashey...
Janla Khule Rakhi - Asole Sobi Faki,
Tomar Namey Tobu Alo Ase.. !
][ THE END ][
' বুকের বা পাশে ' শিরোনামের একটি নাটকের টাইটেল ট্রেক হিসেবে গানটি ১৯ শে জুন ২০১৮ সালে অনলাইনে মুক্তি দেয়া হয়। সমসের ওলি'র কথায় এবং সাজিদ সরকারের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীত শিল্পী মাহাতিম সাকিব। এই গানটিই মাহাতিম সাকিবের প্রথম মৌলিক গান। এর আগে ' এই মন তোমাকে দিলাম ' শিরোনামের কালজয়ী গানটির কভার করে তিনি জনপ্রিয় হয়ে উঠেন।
' বুকের বা পাশে ' নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী।
কাহিনি সংক্ষেপ:
ফারিনের সাথে রাশেদের প্রথম দেখা ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার সময়। পাশাপাশি সিট তাদের। এক সময় পরিচয় হয় ওদের। আদনানের আগেই নামবে ফারিন। হাত মিলিয়ে ফোন নাম্বার বিনিময় করে চলে যায় ফারিন। আদনান নিজের সেই হাতটা বুকের বা পাশে রেখে মৃদু হাসে। দুজন চলে যায় যার যার বাড়িতে। আদনান অপেক্ষা করে ফারিনের ফোনের। ২ দিন পর আসে সেই কাঙ্খিত ফোনকল। এক সময় ফারিনকে নিয়ে নিজের বাড়িতে আসে আদনান। ওদের আন্তরিকতায় ফারিনও মুগ্ধ। এক সময় আদনানকেও ফারিন নিয়ে আসে ওদের বাড়িতে। পরিচয় করিয়ে দেয় বন্ধু হিসেবে। ফারিনের বাবা আদনানের ওপর ভরসা করে। ওকে জানায়, সামনেই ফারিনের বিয়ে। আদানান যেন বিয়ের সময় ওদের পাশে থেকে সহযোগিতা করে। হতবাক হয়ে বুকের বা পাশে হাত রেখে চলে আসে আদনান।
' বুকের বা পাশে ' শিরোনামের একটি নাটকের টাইটেল ট্রেক হিসেবে গানটি ১৯ শে জুন ২০১৮ সালে অনলাইনে মুক্তি দেয়া হয়। সমসের ওলি'র কথায় এবং সাজিদ সরকারের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীত শিল্পী মাহাতিম সাকিব। এই গানটিই মাহাতিম সাকিবের প্রথম মৌলিক গান। এর আগে ' এই মন তোমাকে দিলাম ' শিরোনামের কালজয়ী গানটির কভার করে তিনি জনপ্রিয় হয়ে উঠেন।
' বুকের বা পাশে ' নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী।
কাহিনি সংক্ষেপ:
ফারিনের সাথে রাশেদের প্রথম দেখা ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার সময়। পাশাপাশি সিট তাদের। এক সময় পরিচয় হয় ওদের। আদনানের আগেই নামবে ফারিন। হাত মিলিয়ে ফোন নাম্বার বিনিময় করে চলে যায় ফারিন। আদনান নিজের সেই হাতটা বুকের বা পাশে রেখে মৃদু হাসে। দুজন চলে যায় যার যার বাড়িতে। আদনান অপেক্ষা করে ফারিনের ফোনের। ২ দিন পর আসে সেই কাঙ্খিত ফোনকল। এক সময় ফারিনকে নিয়ে নিজের বাড়িতে আসে আদনান। ওদের আন্তরিকতায় ফারিনও মুগ্ধ। এক সময় আদনানকেও ফারিন নিয়ে আসে ওদের বাড়িতে। পরিচয় করিয়ে দেয় বন্ধু হিসেবে। ফারিনের বাবা আদনানের ওপর ভরসা করে। ওকে জানায়, সামনেই ফারিনের বিয়ে। আদানান যেন বিয়ের সময় ওদের পাশে থেকে সহযোগিতা করে। হতবাক হয়ে বুকের বা পাশে হাত রেখে চলে আসে আদনান।

কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box