EI MEGHLA DINE EKLA ( এই মেঘলা দিনে একলা ) LYRICS - Hemanta Mukherjee


EI MEGLA DINE EKLA FULL MP3 SONG LYRICS IN BANGLA :


ei-meghla-dine-ekla-lyrics-in-bangla
এই মেঘলা দিনে একলা লিরিক্স

EI MEGHLA DINE EKLA LYRICS : Presenting '' Ei Meghla Dine Ekla '' Bengali Song Lyrics in Bangla.This Song was Originally Sung By Hemanta Mukherjee and Lyrics planned by Gauri Prasanna Mazumder.This is a track of the Movie '' Shesh Parjanta '' .










SONG CREDITS :


Song Name : Ei Meghla Dine Ekla
Singer : Hemanta Mukherjee
Composer : Hemanta Mukherjee
Lyricist : Gauri Prasanna Mazumder
Movie : Shesh Parjanta


[ EI MEGHLA DINE EKLA COVER MUSIC VIDEO ]



][ EI MEGHLA DINE EKLA FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][


 
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ..... - [ ২ বার ]


যুঁথি বনে ওই হাওয়া,
করে শুধু আসা যাওয়া.....
যুঁথি বনে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া... 

হায় হায়রে, দিন যায় রে..
ভরে আঁধারে ভুবন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷

শুধু ঝরে, ঝর ঝর
আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন... - [ ২ বার ] 


আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে,
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে... 

তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷

 ][ সমাপ্ত ][ 
বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।
Blogger দ্বারা পরিচালিত.