HAWAI MITHAI ( হাওয়াই মিঠাই ) LYRICS - Ehsan Rahi | BENGALI SONG 2017
HAWAI MITHAI BY EHSAN RAHI FULL MP3 SONG LYRICS IN BANGLA :
হাওয়াই মিঠাই ( এহসান রাহি ) লিরিক্স |
SONG CREDITS :
Song : Hawai Mithai
Singer & Tune : Ehsan Rahi
Lyric : Mahi Flora
Music : Ehsan Rahi & Shuvo Ds
Keyboard, Mix & Master: Amzad Hossain
Guitar: Shuvo Ds
Album : Hawai Mithai
Label : Central Music and Video [CMV]
Released Date : 11-11-2017
[ HAWAI MITHAI FULL BENGALI ROMANTIC MUSIC VIDEO ]
][ HAWAI MITHAI BENGALI SONG LYRICS IN BANGLA ][
বৃষ্টি তোমাকে ডাকে আর চোখে ভর করে যত মেঘে
বৃষ্টি
তোমাকে ডাকে আয় ভিজি... তুলো তুলো মেঘে ।
হাওয়াই
মিঠাই ,
আয় নেমে আয় ,
হাওয়াই
মিঠাই ,
আয় নেমে আয় ।
বৃষ্টি
তোমাকে ডাকে আর চোখে ভর করে যত মেঘে
বৃষ্টি
তোমাকে ডাকে আয় ভিজি... তুলো তুলো মেঘে ।
হাওয়াই
মিঠাই ,
আয় নেমে আয় ,
হাওয়াই
মিঠাই ,
আয় নেমে আয় ।
হাওয়াই মিঠাই ...
বৃষ্টি
ভেজা পাখির ঐ দুটো পা,
ঘুঙুর বিশাখা আচল লুটোই ,
কাদাজল
পথের ছুটির বিকেলে ,
হাত ধরে
রাখা ।
রেলিং এর
তারে, কাপে আর কাপে ,
ভিজে ভিজে
সারা পাখির পালক ।
তোমার ঐ
সারির কুচো পাড় ভেজা ,
কাদায় ঘুমালো নাকের নোলক ।
খুঁজি যাই
চলো, হাতের মুঠোয় ,
সব জল মুখ, মেঘের
গা চুলি ।
খোপা করে
আছো, খুলে দাও মেয়ে ,
এই ভেজা
দিনে আর একটু জ্বলি ।
ও মেঘ
থেমো না,
মেয়েটির
হাতে আর একটু থাকো।
ও... ভিজে
যায় যাক ,
আর একটু
শোনায় ,
চোখ জ্বলে
যায় , জল আর কাদায় ,
মেয়েটি
যেমন আমাকে ভাবায় ।
তুলো তুলো
মেঘ, হাওয়াই মিঠাই,
আয় নেমে
আয় , আয় নেমে আয় ,
হাওয়াই
মিঠাই ,
আয় নেমে আয় ,
হাওয়াই
মিঠাই ,
আয় নেমে আয় ।
][ সমাপ্ত
][
বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।