ANGUL CHUYECHE ( আঙুল ছুঁয়ে ) LYRICS - Chandan Sinha And Shithi Saha | BENGALI SONG 2017
ANGUL CHUYECHE BY CHANDAN SINHA & SHITHI SAHA MP3 SONG LYRICS :
আঙুল ছুঁয়েছে ( চন্দন সিনহা ) লিরিক্স |
ANGUL CHUYECHE LYRICS BY CHANDAN SINHA & SHITHI SAHA : Presenting '' Angul Chuyeche '' Bengali Song Lyrics in Bangla.This Song is sung By Chandan Sinha & Shithi Saha & Lyrics planned By Kabir Bakul while the music is composed By Amit Chatterjee & Shoumalya.
SONG CREDITS :
Song : Angul Chuyeche Angul Tomar
Artists : Shithi Saha & Chandan Sinha
Lyrics : Kabir Bakul
Tune : Shithi Saha
Music Arrangement : Amit Chatterjee & Shoumalya
[ ANGUL CHUYECHE ANGUL TOMAR FULL MUSIC VIDEO ]
][ ANGUL CHUYECHE ANGUL TOMAR FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][
আঙুল
ছুঁয়েছে আঙুল তোমার,
চোখ ছুঁয়েছে চোখ দুটি
।
আঙুল ছুঁয়েছে আঙুল
তোমার,
চোখ ছুঁয়েছে চোখ দুটি
। - [ ২ বার ]
তোমার আকাশে রাতে আমি
চাঁদ ,
দিনে সূর্য হয়ে উঁকি
।
তুমি থাকলে পাশে
পৃথিবীটা হাসে ,
দুঃখ কষ্ট নেয় ছুটি ।
তুমি থাকলে পাশে
পৃথিবীটা হাসে ,
দুঃখ কষ্ট নেয় ছুটি ।
আঙুল ছুঁয়েছে আঙুল
তোমার,
চোখ ছুঁয়েছে চোখ দুটি
।
আঙুল ছুঁয়েছে আঙুল
তোমার,
চোখ ছুঁয়েছে চোখ দুটি
।
আঁধার সরাই , আলোর
ছোঁয়ায় ,
তোমায় সঙ্গে নিয়ে ।
ভালোবাসারই এক কবিতা
হোক
শব্দ দিয়ে ।
হৃদয়েরই দরজা মেলেছি ,
মন তোমাকে দিয়ে
ফেলেছি ,
তাই বলি... পথ চলি ,
একটাই জীবন হয়না দুটি
।
তুমি থাকলে পাশে
পৃথিবীটা হাসে ,
দুঃখ কষ্ট নেয় ছুটি ।
তুমি থাকলে পাশে
পৃথিবীটা হাসে ,
দুঃখ কষ্ট নেয় ছুটি ।
আঙুল ছুঁয়েছে আঙুল
তোমার,
চোখ ছুঁয়েছে চোখ দুটি
।
আঙুল ছুঁয়েছে আঙুল
তোমার,
চোখ ছুঁয়েছে চোখ দুটি
।
মুঠোর ভেতর , আশারই
ফুল ,
তোমার জন্যে আনা ,
দুজনে মিলে , স্বপ্ন
রঙে ,
হোক মনকে জানা । - [
২ বার ]
ঘুম ভেঙেছে দেখছো
পৃথিবীর ,
কিছু আদুরে সুখের
সুরভী ।
হাত ধরো মন পড়ো ,
থাকবো দুজন হয়ে জুটি
।
তুমি থাকলে পাশে
পৃথিবীটা হাসে ,
দুঃখ কষ্ট নেয় ছুটি ।
তুমি থাকলে পাশে
পৃথিবীটা হাসে ,
দুঃখ কষ্ট নেয় ছুটি ।
আঙুল ছুঁয়েছে আঙুল
তোমার,
চোখ ছুঁয়েছে চোখ দুটি
।
আঙুল ছুঁয়েছে আঙুল
তোমার,
চোখ ছুঁয়েছে চোখ দুটি
।
][ সমাপ্ত ][
বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box