MON JANE TUI ( মন জানে তুই ) LYRICS - DULABHAI JINDABAD | Bappy,Mim,Imran,Kona
MON JANE TUI BY IMRAN AND KONA FULL MP3 SONG LYRICS :
![]() |
মন জানে তুই ( দুলাভাই জিন্দাবাদ ) লিরিক্স |
SONG CREDITS :
Song Name : Mon Jane Tui
Singer: Imran, Kona
Music Director: Imran
Lyricist: Faisal Rabbikin
Movie : Dulabhai Jindabad
[ MON JANE TUI CHARA FULL OFFICIAL MUSIC VIDEO HD]
][ MON JANE TUI BENGALI SONG FULL LYRICS IN BANGLA ][
মন জানে তুই ছাড়া কি একা লাগে,
কাছে এলে
হৃদয়েতে প্রেম জাগে। - [ ২ বার ]
তোরই
ইশারায় ,
আজকাল মন হারায় ,
এমন তো
হয়নি আগে।
মন জানে
তুই ছাড়া কি একা লাগে,
কাছে এলে
হৃদয়েতে প্রেম জাগে।
হো... মন
জানে তুই ছাড়া কি একা লাগে,
কাছে এলে
হৃদয়েতে প্রেম জাগে।
মন জানে
কতখানি,
চেয়েছি
তোকে আমি।
জীবনে তুই
যে আমার,
সব চেয়ে
বেশি দামী।
ঠিকানা
তোর, আমার হলো,
রাত শেষে
যে সকাল এলো,
স্বপ্ন
গুলো সবই ,
সত্যি যে হলো...
ভালোবাসি
এই কথা কি বলা লাগে,
বুকটা
জুড়ে তুই যে শুধু শত ভাগে।
মন জানে তুই ছাড়া কি একা লাগে,
কাছে এলে
হৃদয়েতে প্রেম জাগে।
তোর কাছে
যত আসি,
স্বাদ তবু
যে মেটে না।
এতোটা
ভালোবাসি,
মন যে তবু ভরে না।
কেন যে হয়, এমন
প্রনয়,
মন
সারাক্ষণ তোর কথা কয়,
তোরই
ভাবনাতে কাটে সময়... ।
দূরে গেলে
এই মনেতে ব্যথা লাগে,
কাছে এলে
হৃদয়েতে প্রেম জাগে।
মন জানে তুই ছাড়া কি একা লাগে,
কাছে এলে
হৃদয়েতে প্রেম জাগে।
তোরই
ইশারায় ,
আজকাল মন হারায় ,
এমন তো
হয়নি আগে।
মন জানে
তুই ছাড়া কি একা লাগে,
কাছে এলে
হৃদয়েতে প্রেম জাগে।
হো... মন
জানে তুই ছাড়া কি একা লাগে,
কাছে এলে
হৃদয়েতে প্রেম জাগে।
][ সমাপ্ত
][
:::::::::::::::::::::::::::::::
বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।
যেকোনো বাংলা গানের লিরিক্স এর রিকোয়েস্ট জানাতে আমাদের পেইজে ইনবক্স করুন।
যেকোনো বাংলা গানের লিরিক্স এর রিকোয়েস্ট জানাতে আমাদের পেইজে ইনবক্স করুন।