CHAYANILE ( ছায়ানীলে ) LYRICS - TAHSAN AND SRABONTI | BENGALI SONG 2017
CHAYANILE BY TAHSAN AND SRABONTI FULL MP3 SONG LYRICS IN BANGLA :
![]() |
ছায়ানীলে ( তাহসান এবং স্রাবন্তি ) লিরিক্স |
SONG CREDITS :
Song : Chayanile
Singer : Tahsan & Srabonti
Lyrics : Autumnal Moon
Tune/Music Composer : Nahid Noman Arup
Lyrical video composer : Aabid Hasan.
[ CHAYANILE BY TAHSAN AND SRABONTI FULL LYRICAL OFFICIAL VIDEO]
][ CHAYANILE BY TAHSAN & SRABONDI FULL BENGALI SONG LYRICS IN BANGLA][
মনের পথে, এসো চিলতে রোদে,
আমি গল্প শোনাবো তোমায়।
আসবো মনে, ছুটে আসবো প্রাণে,
যেন মন শুধু মনটা হারায়।
হাটবে তুমি ঐ কৃষ্ণচূড়া ঝরা
লাল সে ফুলের গালিচায়।
চাই স্পর্শ তোমার, আমায় ছুঁয়ে দাও,
প্রেম মাতালে মনটা হারায়।
ভাবনার অতলে,কি সে মায়াজালে,
জড়ালে... , কি নেশায় দুলে কামনার
অনলে।
এসে ছায়ানীলে ... দাঁড়ালে ।
মেঘের বুকে, বৃষ্টি সুখে,
বর্ষণের কামনায়।
আমি থাকবো পাশে, দুঃখ সুখে,
প্রবল ঝড় বন্যায় ।
ভালোবাসার নায়ে চড়ে দুজন,
ভেসে যাবো প্রানের বাড়তায় ।
পেরিয়ে যাবো, সাগর নদী,
কত মরু পাহাড় হিমালয়।
ভাবনার অতলে,কি সে মায়াজালে,
জড়ালে... , কি নেশায় দুলে কামনার অনলে।
এসে ছায়ানীলে ... দাঁড়ালে ।
][ সমাপ্ত ][
বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।