KE KOTO DURE ( কে কত দূরে ) LYRICS - IMRAN AND KONA | Bengali Song 2017

KE KOTO DURE BY IMRAN AND KONA FULL MP3 SONG LYRICS IN BANGLA :

ke-koto-dure-by-imran-and-kona
কে কত দূরে ( ইমরান এবং কনা ) লিরিক্স 
 KE KOTO DURE LYRICS BY IMRAN AND KONA : Presenting '' Ke Koto Dure '' Bengali Song Lyrics in Bangla.This song is sung By IMRAN MAHMUDUL & KONA while the lyrics was planned By Mahmood Manzoor.







SONG CREDITS :

Song : Ke Koto Dure
Singer : Imran and Kona
Lyric : Mahmood Manzoor
Tune & Music : Imran Mahmudul
Album : Rhythmic Kona
Label : Central Music and Video [CMV]
Released Date : 12-10-2017

][ KE KOTO DURE FULL BENGALI SONG LYRICAL VIDEO ][ 


][ KE KOTO DURE FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][ 

কিছু কথা থাকে , হৃদয়ের বাঁকে ,
ধুলো জমা কাঁচে , সুখ ছবি আঁকে । - [ ২ বার ]

কিছু ক্ষণ থাকে ক্ষণিকের তরে,
সব ভুলে তাকে শুধু মনে পড়ে।

আজ দেখি  শুধু পিছু ফিরে
গিয়েছি চলে কে কত দূরে ।
ও... আজ দেখি  শুধু পিছু ফিরে
গিয়েছি চলে কে কত দূরে ।

এতো কাছাকাছি একই শহরে,
কেউ নেই কারো একটু নজরে।
কতটুকু ভুল হয়ে গেলে পরে ,
এতো দীর্ঘ পথ, বেঁকে যেতে পারে।


কিছু ক্ষণ থাকে ক্ষণিকের তরে,
সব ভুলে তাকে শুধু মনে পড়ে।

আজ দেখি  শুধু পিছু ফিরে
গিয়েছি চলে কে কত দূরে ।
ও... আজ দেখি  শুধু পিছু ফিরে
গিয়েছি চলে কে কত দূরে ।

কবে কোন ফাঁকে বর্ষা নেমেছে,
এই ধুলো জমা, হৃদয় শহরে ।
ফেলে আসা দিন আবার ডেকেছে
তাকে ভেবে ভেবে আকাশ কেঁদেছে ।


কিছু ক্ষণ থাকে ক্ষণিকের তরে,
সব ভুলে তাকে শুধু মনে পড়ে।

আজ দেখি  শুধু পিছু ফিরে
গিয়েছি চলে কে কত দূরে ।
ও... আজ দেখি  শুধু পিছু ফিরে
গিয়েছি চলে কে কত দূরে ।


][ সমাপ্ত ][

:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।






Blogger দ্বারা পরিচালিত.