Golaper Din ( গোলাপের দিন ) Bangla Lyrics - Habib Wahid And Nancy | Bengali Song Lyrics

GOLAPER DIN BY HABIB WAHID MP3 SONG LYRICS : 

Golaper-Din-By-Habib-and-Nancy-Lyrics-in-bangla
গোলাপের দিন ( হাবিব ওয়াহিদ ) লিরিক্স 
GOLAPER DIN LYRICS BY HABIB WAHID AND NANCY : Presenting '' Golaper Din '' Bengali Song Lyrics in Bangla.This Song is Sung By Habib Wahid and Nancy & the Lyrics is planned By Suhrid Sufiyan.






SONG CREDITS :

Tune & Music Arrangement: Habib Wahid
Featuring Artist: Nancy
Lyrics: Suhrid Sufiyan
Produced by: HW Productions
Digitally Powered by: Qinetic Network


][ GOLAPER DIN BY HABIB WAHID LYRICS IN BANGLA ][ 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন,
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।

তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।

ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন,
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।



ডুবেছি, প্রেমের জলে
তোমার ঐ দুষ্ট ডাকে।

আমার এই মনটা শুধু
তোমাতেই পড়ে থাকে।

ঝিরি ঝিরি হাওয়াতে
সুখেরই এই গল্পটাতে
তোমাকে খুজে পাই।

তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।

ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন,
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।


বুনেছি, তোমায় নিয়ে
হাজারো স্বপ্ন আমার।

তোমার ওই, মনের দেশে
সাজাবো, চাদের পাহাড়।
মেঘের আসা-যাওয়াতে,
উদাসী কল্পনাতে,
তোমাকে ছুঁয়ে যাই।

তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।

ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন,
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।





][সমাপ্ত][




::::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের  ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে । 

Blogger দ্বারা পরিচালিত.