Oprapti ( অপ্রাপ্তি ) Bangla Lyrics - TAHSAN | Bengali Song Lyrics

OPRAPTI BY TAHSAN MP3 SONG LYRICS IN BANGLA : 
Oprapti-by-tahsan-mp3-song-lyrics-in-bangla
অপ্রাপ্তি ( তাহসান ) লিরিক্স 
OPRAPTI LYRICS BY TAHSAN : Presenting '' Oprapti ''Bengali Song Lyrics in Bangla.This song is sung By Tahsan Khan And Lyrics Planned By Mehedi Hasan Limon & Tuned By Nazir Mahamud.









SONG CREDITS :

Singer : Tahsan
Lyric : Mehedi Hasan Limon
Tune : Nazir Mahamud
Music : Shaker Raza
Album : Oprapti
Released Date : 25-06-2017



[ OPRAPTI BY TAHSAN FULL OFFICIAL MUSIC VIDEO ]


 

][ OPRAPTI BY TAHSAN BENGALI SONG LYRICS IN BANGLA ][ 



::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


তুমি অনেক বদলে গেছো ,
আমি পারিনি সেটাই । - [ ২ বার ]

তোমার আমার বদলে যাওয়ার ,
অমিল শুধুই এটাই ।
তোমার অপ্রাপ্তি গুলো করছে আমায়
পরিপূর্ণ ।

ভালোবাসা তোমায় ধন্যবাদ ,
এতোটা দুঃখ দেয়ার জন্য । - [ ৩ বার ]


দূরে কাছে , স্মৃতি গুলো
নিয়ম করে ভুলে যাই ,
ভালো আছি , মুখে বলি
আসলে কি আছি তাই ।

তবু অপ্রাপ্তি গুলো করছে আমায়
পরিপূর্ণ ।

ভালোবাসা তোমায় ধন্যবাদ ,
এতোটা দুঃখ দেয়ার জন্য । - [ ৩ বার ]


নিকষকালো নির্জন পথে 
তোমার ছায়ায় লাগে ভয় ,
অদেখা এই মিথ্যে আলোয়
সুখ গুলো আমার নয় ।


তবু অপ্রাপ্তি গুলো করছে আমায়
পরিপূর্ণ ।

ভালোবাসা তোমায় ধন্যবাদ ,
এতোটা দুঃখ দেয়ার জন্য । - [ ৩ বার ]

][ সমাপ্ত ][ 

[ পোস্ট কপি করে যেকোনো ধরনের বাণিজ্যিক ব্যবহার করা থেকে বিরত থাকুন ] 
#MyLyricsWiki.Com

বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।
Blogger দ্বারা পরিচালিত.