Mon Kharaper Deshe ( মন খারাপের দেশে ) Bangla Lyrics - Imran | Bengali Song Lyrics

MON KHARAPER DESHE BY IMRAN FULL SONG LYRICS IN BANGLA : 

mon-kharaper-deshe-by-imran-mp3-download
মন খারাপের দেশে ( ইমরান ) লিরিক্স 

MON KHARAPER DESHE LYRICS BY IMRAN MAHMUDUL:Presenting '' Mon Kharaper Deshe '' Bengali Romantic Song Lyrics in Bangla.This Song is Sung By Imran And Lyrics planned By Sharif Al Din.









SONG CREDITS : 

Song : Mon Kharaper Deshe
Singer : Imran Mahmudul
Lyric : Sharif Al Din
Tune : Nazir Mahamud
Music : Musfiq Litu
Album : Mon Kharaper Deshe



][MON KHARAPER DESHE BY IMRAN FULL SONG LYRICS IN BANGLA][

তোর মন খারাপের দেশে,
যাবো প্রেমের খেয়ায় ভেসে ।
তোর মনটা ভালো করে ,
দেবো অনেক ভালোবেসে ।  - [ ২ বার ]

ডাকলে কাছে আশিস , পারলে একটু হাসিস ,
বুকটা রাখিস পেতে , ভালোবাসা নিতে ।
সব অভিমান ভেঙে দেবো,
তোর কাছে এসে ।

তোর মন খারাপের দেশে,
যাবো প্রেমের খেয়ায় ভেসে ।
তোর মনটা ভালো করে ,
দেবো অনেক ভালোবেসে ।

মন কড়া অভিযোগ , জানি ভুলে যাবি তুই
কাছে এসে আলতো করে যদি তোর হাতটা ছুঁই ।  - [ ২ বার ]


সব অভিমান , ভেঙে দেবো
তোর কাছে এসে ।

তোর মন খারাপের দেশে,
যাবো প্রেমের খেয়ায় ভেসে ।
তোর মনটা ভালো করে ,
দেবো অনেক ভালোবেসে ।

তোর মনের পথ ধরে , শুধু আমার চলাচল
কত ভালোবাসি তোরে তুই কবে বুঝবি বল । - [ ২ বার ]


সব অভিমান ভেঙে দেবো,
তোর কাছে এসে ।

তোর মন খারাপের দেশে,
যাবো প্রেমের খেয়ায় ভেসে ।
তোর মনটা ভালো করে ,
দেবো অনেক ভালোবেসে । - [ ২ বার ]


ডাকলে কাছে আশিস , পারলে একটু হাসিস ,
বুকটা রাখিস পেতে , ভালোবাসা নিতে ।
সব অভিমান ভেঙে দেবো,
তোর কাছে এসে ।


তোর মন খারাপের দেশে,
যাবো প্রেমের খেয়ায় ভেসে ।
তোর মনটা ভালো করে ,
দেবো অনেক ভালোবেসে ।



][ সমাপ্ত ][


::::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


এই গানের লিরিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের  ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে । 



Blogger দ্বারা পরিচালিত.