Du Chokher Isharay ( দু চোখের ইশারায় ) Lyrics - Asit | BOXER Bengali Movie Song Lyrics

DU CHOKHER ISHARAY ( BOXER ) FULL MP3 SONG LYRICS  IN BANGLA : 
du-chokher-isharay-lyrics-in-bangla
দু চোখের ইশারায় ( বক্সার ) লিরিক্স 
DU CHOKHER ISHARAY LYRICS From BOXER : Presenting '' Du Chokher Isharay '' Bengali Romantic Song Lyrics in Bangla.This song is sung by ASIT and Lyrics planned By Budhaditta.This is a track from the movie BOXER featuring Shikhar Srivastava and Ena Saha.





SONG CREDITS :
Song : Du Chokher Isharay
Singer : Asit
Music : Joy - Anjan
Lyrics : Budhaditta



][ DU CHOKHER ISHARAY BENGALI SONG LYRICS IN BANGLA ][ 

দু চোখের ইশারায় এই মনটাকে ,
বেধেছি আজ স্বপ্ন পুরে ,
বেপরোয়া , স্বপ্নরা
তোর ঠিকানায় গিয়েছে উড়ে ।  - [ ২ বার ]

মেঘ ভেজা  রোদ্দুরে,
মাঝরাতে দুপুরে ,
চাউনিতে , চাউনি তোর
খুঁজেছে বারে বারে ।

হাত বাড়িয়ে দেখ এই হাত ধরে
চল যাই চলে বহুদূরে ,
বেপরোয়া , স্বপ্নরা
তোর ঠিকানায় গিয়েছে উড়ে ।


অন্তহীন ইচ্ছেরা , চায় শুধু তোর ছোঁয়া
রঙ তুলি তোর চোখে
এঁকেছে এ কোন হাওয়া ।

ডাক দিচ্ছে মনের সব ইচ্ছেরা
ভেসে যাই চল অন্ত্যমিলে ,
বেপরোয়া , স্বপ্নরা
তোর ঠিকানায় গিয়েছে উড়ে ।


দু চোখের ইশারায় এই মনটাকে ,
বেধেছি আজ স্বপ্ন পুরে ,
বেপরোয়া , স্বপ্নরা
তোর ঠিকানায় গিয়েছে উড়ে ।  - [ ২ বার ]


][ সমাপ্ত ][




এই গানের লিরিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে ফেসবুক এ যুক্ত থাকুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে । 



Blogger দ্বারা পরিচালিত.