Aladdin ( আলাদীন ) Bangla Lyrics - Shalmali Kholgade | One - Bengali Movie 2017

ALADDIN BANGLA SONG LYRICS : 
Aladdin-bangla-song-lyrics-in-bangla-from-the-movie-One
আলাদ্দিন ( ওয়ান ) লিরিক্স 
ALADDIN BANGLA LYRICS FROM The Movie ONE : Presenting 'Aladdin',a perfectly warped jazzy romantic track Lyrics in Bangla.The song is sung by Shalmali Kholgade and composed by Arindom from the movie 'One' starring Prosenjit Chatterjee, Yash Dasgupta,Nusrat Jahan.











SONG CREDITS [ Aladdin ] :

Singer : Shalmali Kholgade
Movie : ONE
Music : Arindom
Lyrics : Prasen


][ ALADDIN ( ONE ) BANGLA SONG LYRICS IN BANGLA ][ 

কতবার গেলে কাছে পাবো তোমাকে , 
ধীরে ধীরে ধারে - কাছে পাবো তোমাকে । - [ ২ বার ] 


এক পা , দু পা তাল মেলাতে 
ভয় টা কেন পাও ? 
জানতে গেলে যাও পালিয়ে 
বল না কি চাও ?  - [ ২ বার ] 



আছো কি দেখা দে আয়না সারা দিন 
নিজেকে বানাতে আমার আলাদীন । - [ ২ বার ] 


হয়েছে অভিমানি  
কেন আমি জানি 
পরে গেছি তুমি তবু যন্ত্রণায় 
চুরি করে আমি ফেলতে চাই তোমায় 
আমার এ বেঁচে থাকা 
তোমারি নামে লেখা 
বুঝে নিলে তুমি বড্ড ভালো হয় 
এসে যাবে এক গোলাপি সময় । 

এক পা , দু পা তাল মেলাতে 
ভয় টা কেন পাও ? 
জানতে গেলে যাও পালিয়ে 
বল না কি চাও ? 

আছো কি দেখা দে আয়না সারা দিন 
নিজেকে বানাতে আমার আলাদীন । - [ ২ বার ]


দেখেও দেখা নেই তো 
ঘরেছে অপেক্ষা তো 
আগে পিছে আশেপাশে রোজ তোমায় 
বারে বারে দিয়ে গেছি খোঁজ তোমায় । 
মুখে বলনা কিছু 
চোখেরা নেবে পিছু 
সারাদিন আমি দৌড়ে ফেলতে চাই 
তুমি তুমি করে দৌড়ে মরতে চাই । 

এক পা , দু পা তাল মেলাতে 
ভয় টা কেন পাও ? 
জানতে গেলে যাও পালিয়ে 
বল না কি চাও ?  - [ ২ বার ] 

আছো কি দেখা দে আয়না সারা দিন 
নিজেকে বানাতে আমার আলাদীন । - [ ২ বার ]

][ সমাপ্ত ][ 



:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.