Tomar Alo ( তোমার আলো ) Lyrics - Tahsan and Kona | Shopno Bari ( 2017 )

Tomar Alo ( তোমার আলো ) Lyrics - Tahsan and Kona
Tomar-Alo-By-Tahsan-and-Kona-Bangla-Lyrics
তোমার আলো লিরিক্স 
TOMAR ALO LYRICS BY TAHSAN AND KONA : Presenting '' Tomar Alo '' Bangla Song Lyrics in bangla.This song has been sung by Tahsan and Kona and Composed By Sajid Sarkar.Tomar Alo Lyrics Planed By Shomeshwar Oli .This is a Song From the Movie SHOPNO BARI .





SONG CREDITS [ TOMAR ALO ] :
Singer : Tahsan & Kona
Lyric : Shomeshwar Oli
Tune : Sajid Sarkar
Music : Sajid Sarkar
Movie : Shopno Bari
Label : Cd Choice

TOMAR ALO BANGLA SONG BY TAHSAN AND KONA LYRICS IN BANGLA : 

আলোতে আধারে তোমাকে চেয়েছি 
পুরো দু'হাতে পেয়েছি । 
প্রেমেরই বাতাসে বিভোর দুজনা 
প্রিয় ঠিকানা ছুঁয়েছি । 

শুধু ভালোবাসা দিয়ে 
স্বপ্ন মায়া নিয়ে 
তোমায় দেবো রাঙিয়ে । 

ছোট বড় সুখে 
মাথা রেখো বুকে 
হৃদয়ের সিন্দুকে । 

তোমার আলো আরো জ্বালো 
হারাক মেঘের কালো। 
তোমায় বলি ও প্রেম পিয়াসী 
বাসি অনেক ভালো । 


বেঁধেছি এ মনে
প্রণয়েরই ক্ষণে
ভালোবাসার সপ্নবাড়ি । 

থাকোনা এ সময় 
এ হাওয়ায় সে সুর হয়ে 
স্বর্গ সুখের গল্প করি । 


ভালোবাসা দিয়ে 
স্বপ্ন মায়া নিয়ে 
তোমায় দেবো রাঙিয়ে । 



ছোট বড় সুখে 
মাথা রেখো বুকে 
হৃদয়ের সিন্দুকে । 


তোমার আলো আরো জ্বালো 
হারাক মেঘের কালো। 
তোমায় বলি ও প্রেম পিয়াসী 
বাসি অনেক ভালো । 





আলোতে আধারে তোমাকে চেয়েছি 
পুরো দু'হাতে পেয়েছি । 
প্রেমেরই বাতাসে বিভোর দুজনা 
প্রিয় ঠিকানা ছুঁয়েছি । 

শুধু ভালোবাসা দিয়ে 
স্বপ্ন মায়া নিয়ে 
তোমায় দেবো রাঙিয়ে । 

ছোট বড় সুখে 
মাথা রেখো বুকে 
হৃদয়ের সিন্দুকে । 

তোমার আলো আরো জ্বালো 
হারাক মেঘের কালো। 
তোমায় বলি ও প্রেম পিয়াসী 
বাসি অনেক ভালো । - [ ২ বার ] 

][ সমাপ্ত ][ 





:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.