Nil Nil Bedona ( নীল নীল বেদনা ) Lyrics | Imran Mahmudul

Nil-Nil-Bedona-By-Imran-Mp3-Download
নীল নীল বেদনা লিরিক্স 
NIL NIL BEDONA LYRICS BY IMRAN : Presenting '' Nil Nil Bedona'' Bangla Song Lyrics in Bangla.This song has been sung and composed By Imran Mahmudul.







SONG CREDITS [ Nil Nil Bedona ]  : 
Song: Nil Nil Bedona
Singer: Imran
Label: Sangeeta
Online Partner: POD

NIL NIL BEDONA BY IMRAN MAHMUDUL FULL SONG LYRICS IN BANGLA : 

তুই ছাড়া একেকটা দিন
কি যে যন্ত্রণা
বুকের ভেতর অন্তহীন
নীল নীল বেদনা । - [ ২ বার ] 

ও... দুচোখ পুড়ে
কি দহনে
তুই তো দেখিস না ... । 


তুই ছাড়া একেকটা দিন
কি যে যন্ত্রণা
বুকের ভেতর অন্তহীন
নীল নীল বেদনা । - [ ২ বার ] 

ও... চোখের ভেতর বৃষ্টি ঝরে
হৃদয়টা হয় যেন নদী
তোর না থাকার একেকটা ক্ষণ
ছুঁয়ে দেখতি যদি । - [ ২ বার ] 

ও... আমায় ছেড়ে কখনও,  
দূরে জেতি না ... । 


তুই ছাড়া একেকটা দিন
কি যে যন্ত্রণা
বুকের ভেতর অন্তহীন
নীল নীল বেদনা । - [ ২ বার ] 

ও... হাজার জনম চাই না তোরে
একটা জনম শুধু চাবো ,  
বুকের ভেতর নিশ্বাস জুরে
তোকেই শুধু পাবো । - [ ২ বার ] 

এক জনমের প্রতি ক্ষণে
আড়াল হবো না । 


তুই ছাড়া একেকটা দিন
কি যে যন্ত্রণা
বুকের ভেতর অন্তহীন
নীল নীল বেদনা । - [ ২ বার ] 

ও... দুচোখ পুড়ে
কি দহনে
তুই তো দেখিস না ... । 


][ সমাপ্ত ][ 


:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.