Tomake Chai ( তোমাকে চাই ) Bangla Lyrics - ( Title Track ) | Arijit Singh | Tomake Chai ( 2017 )
TOMAKE CHAI BY ARIJIT SINGH FULL MP3 SONG LYRICS :
TOMAKE CHAI LYRICS FROM THE MOVIE Tomake Chai : Presenting '' TOMAKE CHAI '' Kolkata Movie Title Track Lyrics In Bangla.This song has been sung by Arijit Singh and Composed By Indraadip Dasgupta. Tomake Chai Lyrics planned By Prasen.
SONG CREDITS [ Tomake Chai ] :
Movie: Tomake Chai
Singer: Arijit Singh
Music: Indraadip Dasgupta
Lyrics: Prasen
TOMAKE CHAI ( Arijit Singh ) Full Song Lyics From TOMAKE CHAI :
চল বলে ফেলি ,
তোমাকে চাই ( অরিজিৎ সিং ) লিরিক্স |
TOMAKE CHAI LYRICS FROM THE MOVIE Tomake Chai : Presenting '' TOMAKE CHAI '' Kolkata Movie Title Track Lyrics In Bangla.This song has been sung by Arijit Singh and Composed By Indraadip Dasgupta. Tomake Chai Lyrics planned By Prasen.
SONG CREDITS [ Tomake Chai ] :
Movie: Tomake Chai
Singer: Arijit Singh
Music: Indraadip Dasgupta
Lyrics: Prasen
TOMAKE CHAI ( Arijit Singh ) Full Song Lyics From TOMAKE CHAI :
চল বলে ফেলি ,
কত কথা কলি ,
জন্মেছে বলতে তোমায় ,
তোমাকে চাই ।
ঝলসানো রাতের ,
এ পোড়া বরাতে ,
তুমি আমার অন্ধকার ,
আর হোশ নাই ।
কার্নিশে আলতা মাখা
মন ,
দিনেরা ঢোলে পরে রাতে
,
তারপরে রাত্রি জাগানো
,
বাকিটা তোমারি তো
হাতে ।
জেগে জেগে আমি শুধু
ঘুমিয়ে পরতে চাই ,
থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে জাই ,
তোমাকে পাই ।
চল বলে ফেলি ,
কত কথা কলি ,
জন্মেছে বলতে তোমায় ,
তোমাকে
চাই ।
ঝলসানো রাতে ,
এ পোড়া বরাতে ,
তুমি আমার অন্ধকার ,
আর হোশ নাই ।
জানো কি , কেন দিন দুপুরে স্বপ্নে
ভিজেছি ,
মানো কি , কেন রাত্রি হয়ে নামতে বসেছি
,
প্রতিদিন
, সবসময় ,
দেখাদেখি
হলে খুব ভালো হয় ।
ক্ষতি নেই , কাছে না বলে কয়েই চলে এলে ,
দেখো সেই , খুশি সাজাবো আমি হাজার ফুলে ।
প্রতিদিন , সবসময় ,
দেখাদেখি হলে বড় ভালো
হয় ।
চল বলে ফেলি ,
কত কথা কলি ,
জন্মেছে বলতে তোমায় ,
তোমাকে চাই ।
ঝলসানো রাতের ,
এ পোড়া বরাতে ,
তুমি আমার অন্ধকার ,
আর হোশ নাই ।
কার্নিশে আলতা মাখা
মন ,
দিনেরা ঢোলে পরে রাতে
,
তারপরে রাত্রি জাগানো
,
বাকিটা
তোমারি তো হাতে ।
জেগে জেগে আমি শুধু
ঘুমিয়ে পরতে চাই ,
থেকে থেকে সেই মেঘেতে জাই বেড়াতে জাই ,
তোমাকে পাই ।
চল বলে ফেলি ,
কত কথা কলি ,
জন্মেছে বলতে তোমায় ,
তোমাকে চাই ।
ঝলসানো রাতের ,
এ পোড়া বরাতে ,
তুমি আমার অন্ধকার ,
আর হোশ নাই ।
][ সমাপ্ত ][
:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।