Hridoydani ( হৃদয়দানী ) Lyrics - IMRAN | Shopno Bari ( 2017 )
HRIDOYDANI FULL MP3 SONG LYRICS :
HRIDOYDANI LYRICS FROM THE MOVIE Shopno Bari : Presenting '' HRIDOYDANI '' Bangla Movie Track Lyrics In Bangla.This song has been sung by Imran Mahmudul and Composed By Sajid Sarkar.HRIDOYDANI Lyrics planned By Shomeshwar Oli.
SONG CREDITS [ HridoyDani ] :
Singer : Imran
Lyric : Shomeshwar Oli
Tune : Sajid Sarkar
Music : Sajid Sarkar
Movie : Shopno Bari
Label : Cd Choice
HRIDOYDANI FULL SONG LYRICS FROM THE MOVIE SONG SHOPNO BARI :
হৃদয়দানী ( ইমরান ) লিরিক্স |
SONG CREDITS [ HridoyDani ] :
Singer : Imran
Lyric : Shomeshwar Oli
Tune : Sajid Sarkar
Music : Sajid Sarkar
Movie : Shopno Bari
Label : Cd Choice
HRIDOYDANI FULL SONG LYRICS FROM THE MOVIE SONG SHOPNO BARI :
ভালোবেসে
তোমাকে ,
বদলে গেল
আমার সবই ,
দুচোখে
তোমার স্বপন,
চারিদিকে
তোমার ছবি ।
আমার যত
কথা ,
তোমাকে
প্রেরনা মানি ,
জীবনে
তোমার মতো ,
কেউ
নেইতো আপন জানি ।
পেতে
দিলাম হৃদয়দানী ,
রাখো
তোমার হৃদয় খানি ,
রাখো
তোমার হৃদয় খানি
পেতে
দিলাম হৃদয়দানী ।
আকাশ
মেপে দিলাম তারা ,
গুনে নিও
সময় করে ,
বাতাস
জুড়ে ,
দিলাম
ছোঁয়া ,
রেখে দিও
দুহাত , ভোরে ।
তারা ঝরে
পড়ে ,
পাখি তবু
ওরে আকাশে ,
তুমি
লেগে আছো আলো বাতাসে ।
পেতে
দিলাম হৃদয়দানী ,
রাখো
তোমার হৃদয় খানি ,
রাখো
তোমার হৃদয় খানি
পেতে
দিলাম হৃদয়দানী ।
তোমায়
নিয়ে ,
হলাম একা
,
আরো হবো
নিঃস্ব ... আমি ।
তোমার
কাছে ... উজাড় হবো ,
তুমি দিও
প্রেমের ... দামি ।
পথে চেয়ে
আছি , আশা নিয়ে
বাঁচি ,
হৃদয়ে
...।
দূরে
তুমি বলো রবো কি নিয়ে ,
পেতে
দিলাম হৃদয়দানী ,
রাখো
তোমার হৃদয় খানি ,
রাখো
তোমার হৃদয় খানি
পেতে
দিলাম হৃদয়দানী । - [ ২ বার ]
][ সমাপ্ত ][
:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।