Bolo Sathiya ( বল সাথিয়া ) - Lyrics | IMRAN and BRISTY
BOLO SATHIYA LYRICS :
BOLO SATHIYA BY IMRAN AND BRISTY LYRICS : Presenting ' Bolo Sathiya'' Bangla Song Lyrics.This song is sung By Imran And Bristy.Bolo Sathiya Lyrics By Robiul Islam Jibom And Tune & Music By Imran Mahmudul.
SONG CREDITS [ BOLO SATHIYA ] :
Song name : BOLO SATHIYA
Singer : IMRAN MAHMUDUL & NUSRAT BRISTY
Lyrics : ROBIUL ISLAM JIBON
TUNE & MUSIC : IMRAN MAHMUDUL
Mix , Master , Music Arrangment : IMRAN MAHMUDUL
Bolo Sathiya ( বল সাথিয়া ) Lyrics :
Bolo Sathiya Lyrics |
SONG CREDITS [ BOLO SATHIYA ] :
Song name : BOLO SATHIYA
Singer : IMRAN MAHMUDUL & NUSRAT BRISTY
Lyrics : ROBIUL ISLAM JIBON
TUNE & MUSIC : IMRAN MAHMUDUL
Mix , Master , Music Arrangment : IMRAN MAHMUDUL
Bolo Sathiya ( বল সাথিয়া ) Lyrics :
বল সাথীয়া এই ভাঙা মনে লাগে কি জোড়া ,
বল না বল হায় , ডানা ছাড়া যায় কি উঁরা ।
তুমিহীনা রাত দিন ,
লাগে কি যে কঠিন ,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন ,
লাগে কি যে কঠিন ,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া ,
বল না বল হায় ,ডানা ছাড়া যায় কি উঁরা ।
দিপ নিভে যাওয়া আরালে ,
কেন তুমি পা বাড়ালে ,
মেঘলা মোমেরই আকাশে ,
সূর্য হয়না উদয় । - [ ২ বার ]
তুমি হীনা রাত দিন ,
লাগে কি যে কঠিন ,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন ,
লাগে কি যে কঠিন ,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া ,
বল না বল হায় ডানা ছাড়া যায় কি উঁরা ।
ঘুম উঁরে যাওয়া এ রাতে
চাই যে তোমাকে ফেরাতে ,
স্বপ্ন জরানো দুচোখে ,
লুকিয়ে আছে সংশয় । - [ ২ বার ]
তুমি হীনা রাত দিন ,
লাগে কি যে কঠিন ,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন ,
লাগে কি যে কঠিন ,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া ,
বল না বল হায় ডানা ছাড়া যায় কি উঁরা ।
[ সমাপ্ত ]