EKA BOKA CHAD (একা বোকা চাঁদ ) - Lyrics | Elita and Kishore
EKA BOKA CHAND - Lyrics | Elita and Kishore
EKA BOKA CHAD BY ELITA AND KISHORE |
Song : Eka Boka Chand
Singer : Kishore & Elita
Album : Tumi ar Ami
Music : Kishore Das
Lyricist : Shomeshwar Oli
][EKA BOKA CHAND FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][
একা বোকা চাঁদ মধ্য
রাতে ডুবে যাবে ,
যখন আমার আঙ্গুল তোমার
ঘন চুল আওলাবে । ( ২ বার )
এটা তো কল্পনা তাই
স্বপ্নের মতো লাগে ,
আমি চিনেছি তোমায় পাহাড়
নদীর পারে ।
কতো ঝর বয়ে গেল তবু
পাখি উড়বে আরও ,
কতদিন পড়ে আছে তুমি তো
আসতে পারো । ( ২ বার )
এই সব পাতা ঝরে আমাকে
ঘিরে ,
কুড়াব তারা আমি একা নদীর
তীরে । ( ২ বার )
হয়তো তুমি আছো সুপ্ত
শিশিরে ,
বাদাঁড়াবো ঠিকই আমি সব
বাঁধা ছিরে ।
কতো ঝর বয়ে গেল তবু
পাখি উড়বে আরও ,
কতদিন পড়ে আছে তুমি তো
আসতে পারো । ( ২ বার )
সুনসান কথা নিয়ে তোমাকে
ভাবি ,
উড়াবো প্রিয় চিঠি যদি
কর দাবি । ( ২ বার )
এইতো ভালোবাসা বাড়ন্ত
আশা ,
হারাবো একই সাথে যতদূর
পিপাসা ।
কতো ঝর বয়ে গেল তবু
পাখি উড়বে আরও ,
কতদিন পড়ে আছে তুমি তো
আসতে পারো । ( ২ বার )
][ সমাপ্ত ][