Amader Golpo (আমাদের গল্প ) - Lyrics | Kona & Shawon GaanWala
Amader Golpo (আমাদের গল্প ) - Lyrics | Kona & Shawon GaanWala
Amader Golpo By Ko9na and GaanWala |
Amader Golpo Lyrics By Kona and Shawon Gaanwala : Amader Golpo bangla song sung by Kona And Shawon Ganwala.This song is Tuned By Shawoin gaanwala.Amader Golpo Lyrics By Tushar Hasan.আমাদের গল্প
Track : Amader Golpo
Signer : Kona & Shawon Gaanwala
Tune : Shawon Gaanwala
Lyrics : Tushar Hasan
Music Director : Amzad Hossain
Label : eTunes
Digital partner : Qinetic Network
AMADER GOLPO[আমাদের গল্প ] FULL SONG LYRICS :
তোর কাছে মোর হাতখরি
জীবনের পূর্ণতা
তোর পথে হেটে বুকের নদী
নাম নেয় খরস্রোতা । ( ২ বার )
কতটুকু অনুরধে যেতে
ইচ্ছে করে
হাজার বিকেলগুলো তোর কাছ
থেকে লিখে নিতে ইচ্ছে করে ,
তোর দেয়া ডাক নামে ডেকে
যায় কানে কানে ,
মিছিমিছি যে যা ভাবুক মন
তো জানে ।
আজ সন্ধ্যা নামার আগে আর
কিছু ভালো থেকে যাক
চলে যদি যেতেই হয় কিছু
সৃতি আজ রেখে যায় । ( ২ বার )
তুই আমার শৈশবের মত প্রিয়
,
একটা কি তোর কাছে পেতে
চায় ।
কি এমন অনুভুতি অতুলনীয়
এক চুমুক ভালোবাসা নিয়ে
ঠোটের তীর্থে যাই ।
ভালবাসা ভাসি পরে থাক
পৃথিবীর অন্য পাড়ায় ,
তোর ভরসার হাত ধরে আমি
যেন উঠে দাড়াই ।
তোর দেয়া ডাক নামে ডেকে
যায় কানে কানে ,
মিছিমিছি যে যা ভাবুক মন
তো জানে ।
আজ সন্ধ্যা নামার আগে আর
কিছু ভালো থেকে যাক
চলে যদি যেতেই হয় কিছু
সৃতি আজ রেখে যায় । ( ২ বার )
তুই আমার খুঁজে পাওয়া
আশীর্বাদে ,
বুকের পকেটে লুকানো
কোন আশ্রয় ।
আয় তোকে গুছিয়ে নেই নিজের
হাতে ,
এক অবুঝ পিপাসার এ বুকে
তাপের নৌকা ভাষাই ।
মান অভিমান দিচ্ছে প্রান
আমাদের গল্পটায় ,
এই গান ও পাহাড় দিলাম
কাচা মিঠে ভালবাসায় ।
কতটুকু অনুরধে যেতে
ইচ্ছে করে
হাজার বিকেলগুলো তোর কাছ
থেকে লিখে নিতে ইচ্ছে করে ,
তোর দেয়া ডাক নামে ডেকে
যায় কানে কানে ,
মিছিমিছি যে যা ভাবুক মন
তো জানে ।
আজ সন্ধ্যা নামার আগে আর
কিছু ভালো থেকে যাক
চলে যদি যেতেই হয় কিছু
সৃতি আজ রেখে যায় । ( ২ বার )
][ সমাপ্ত ][