ODEKHA SHORGO (অদেখা স্বর্গ) Lyrics | Artcell

ODEKHA SHORGO Lyrics | Artcell
ODEKHA SHORGO (অদেখা স্বর্গ)  Lyrics | Artcell
অদেখা স্বর্গ লিরিক্স 


Odekha Shorgo Guitar Coards
Odekha Shorgo Bangla Song Artcell
''Odekha Shorgo''-(অদেখা স্বর্গ )  is A Bangla Band Song.This Song was sung by Bangla Bangla Artcell.''Odekha Shorgo'' is taken from the Album  Charpotro (2016) অদেখা স্বর্গ লিরিক্স | আর্টসেল .Presenting ''Odekha Shorgo'' Lyrics in Bangla.

Title: Odekha Shorgo
Band: Artcell
Album: Charpotro



Odekha Shorgo By Artcell Lyrics 


এই ঘরে ফেরা
নিজেকে ফিরে দেখা আয়নাতে
কার মায়ায়?
আঁধারে আলোছায়া আমার সাথে চলে
তোমাকে নিয়ে একা।


অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোনো স্বর্গ আমার,
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়।


যতবার জন্মেছি তোমারই আশাতে,
ততবারই আমার এ ফিরে চলা,
দূর থেকে দেখা আমার ভালবাসা।


অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোনো স্বর্গ আমার,
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়।


আমার ঘৃণা তোমাকে পোড়াবে না
দেখাবে স্বপ্ন,
আমার দুঃখ তোমারই আকাশে
মেঘ হয়ে কাঁদবে না,
আমার ফেলে আসা দুঃস্বপ্নের রাত
যত কষ্টের স্মৃতি,
তোমার জন্য বাঁচতে শেখাবে
মৃত্যু হয়ে ছোঁবে না,
কত মিথ্যে অভিনয়ে গড়া
এ জীবন অচেনা ছোঁয়ায়।


অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোনো স্বর্গ আমার,
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়।

][ সমাপ্ত ][ 
Blogger দ্বারা পরিচালিত.