SHONO TUMI - BANGLA LYRICS | IMRAN


SHONO TUMI - BANGLA LYRICS | IMRAN

SHONO TUMI BANGLA LYRICS

SHONO TUMI BY IMRAN Lyrics

SHONO TUMI LYRICS BANGLA



SHONO TUMI By IMRAN

Presenting ''SHONO TUMI BY IMRAN'' - BANGLA Lyrics.This Song is Sung By IMRAN. Composed By Imran.Here IS the Bangla Lyrics Of SHONO TUMI.( শোন তুমি লিরিক্স ) 

SONG CREDITS : 

Shono Tumi
Singer :Imran Mahmudul
Tune & Music : Imran Mahmudul
Lyric : Robiul Islam Jibon
Album : Mon Karigor
Label : CD Choice

SHONO TUMI LYRICS





♪♪উড়ো চিঁঠি দিলাম তোমায়,
উত্তর দিও কোনদিন,,,,
চেনা ঠিকানায় আছি সে আমি,
নিঁকশ আলো আধাঁরে বিলীন,,,,

কেন তুমি মন ভেঙেছ,
আমায় একা করে গেছ,,,,,
তুমি জান না আমারই ভেতর,
কতোটা আজও জুড়ে আছো,,,,

শোন তুমি,শোন তুমি,
আজও তোমার প্রেমে বিভোর আমি,,,,,,
শোন তুমি,শোন তুমি,
এই দু'চোখে তোমার স্বপ্ন বুনি,,,,,


♪♪শ্রাবন মেঘে ভাসিয়ে আমায়,
হারালে বহু দূরে,,,,,
তোমার জন্য অবুঝ আমি,
হয়েছি ভব ঘুরে,,,,,


তুমি যে আমার কাছে,
জীবনে সবচেয়ে দামী,,,,,
শোন তুমি,শোন তুমি,,,,,,(ঐ)
♪♪স্মৃতির আলোয় তোমারী মুখ,
দেখি যে ঘুরে ফিরে,,,,,


ছাঁয়া হয়ে সারটিখন,
থাকো যে আমায় ঘিরে,,,,,
তুমি যে আমার কাছে,
জীবনে সবচেয়ে দামী,,,,,,


শোন তুমি,শোন তুমি,
আজও তোমার প্রেমে বিভোর আমি,,,,
শোন তুমি,শোন তুৃমি,

এই দু'চোখে তোমার স্বপ্ন বুনি,,,(ঐ)

Blogger দ্বারা পরিচালিত.