Tomar Akash ( Habib Wahid ) - Bangla Lyrics | তোমার আকাশ - বাংলা লিরিক্স


Tomar Akash ( Habib Wahid ) - Bangla Lyrics | তোমার আকাশ ( হাবিব ওয়াহিদ ) -  বাংলা লিরিক্স 

Tomar Akash Bangla Lyrics
Producer: Habib Wahid
Artist: Habib Wahid
Tune & Music: Habib Wahid
Lyrics: Faujia Sultana Poly

শ্যামল ভূমির ,মাঝে তুমি।
তোমায় ঘিরে আকাশ আমি ,
পিয়া সয়না, যখন তোমায়, 
গাঁ ফোটা জ্বল তোমার আমি ।

এক আকাশের মতো জ্বল
হাওয়া , হাওয়ায় ভাসবো
মন গভীরে স্বপ্নটাকে,
ছুঁয়ে তোমায় বলবো।

ভালোবাসার এমন ধরণ,,
যার কভু হয় না মরন ।
তুমি রবে, আছো যেমন
সবুজ রঙে রাঙা যেমন ।

( সুর )

নিশি জাগা পাখি আমি
তোমার উঠনে রাত প্রহরী,
তুমি স্বপ্নের মোহ, ঘুমে যখন,
বিভোর তখন তোমাতে আমি ।

সূর্য থেকে আলোয়……
আবীর খেলা, খেলবো।
অবুজ চোখের মায়ায় পড়ে ,
আবার সুরে গাইবো ।

ভালোবাসার এমন ধরন
যার কভু হয় না মরন ।
তুমি রবে, আছো যেমন
সবুজ রঙে রাঙা যেমন ।
  

  




Blogger দ্বারা পরিচালিত.