Moner Modhye Bhoy Lyrics - Anupam Roy | Flyover (2021)
MONER MODHYE BHOY MP3 SONG LYRICS BY ANUPAM ROY
![]() |
Moner Modhye Bhoy |
SONG CREDITS :
◉ Song : Moner Modhye Bhoy
◉ Singer : Anupam Roy
◉ Lyrics : Anupam Roy
◉ Composer : Anupam Roy
◉ Label : Surinder Films Pvt. Ltd.
◉ Release Date : Mar 27, 2021
MONER MODHYE BHOY FULL SONG
MONER MODHYE BHOY SONG LYRICS IN BANGLA
মনের মধ্যে ভয়,
নতুন কিছু নয়,
ভাঙবে কীভাবে ভাবি?
কোথায় রেখেছো চাবি?
আমাকে তৈরি করো,
শক্ত করে ধরো,
সহ্য করো ভুল আমার,
প্রশ্ন দুচোখে হাজার।
দুঃসাহসের এ খাতা খুলে,
অচেনা সুর হয়ত ছুঁলে,
তাই তো সময় থমকে আছে আমার।
না না এখনও হারিনি,
হাতটা এখনও ছাড়িনি,
ছাড়ব না তোমায়।
হয়তো এ অন্ধকারে,
শুধু যন্ত্রণা বাড়ে,
তাই গাইতে দাও
এই গান আমায়।
আলো কমে আসে,
কেউ নেই পাশে,
নিঃসঙ্গ একা ঘরে,
জড়তা চেপে ধরে।
দুঃসাহসের এ খাতা খুলে,
অচেনা সুর হয়ত ছুঁলে
তাই তো সময় থমকে আছে আমার।
না না এখনও হারিনি,
হাতটা এখনও ছাড়িনি,
ছাড়ব না তোমায়,
হয়ত এ অন্ধকারে,
শুধু যন্ত্রণা বাড়ে
তাই গাইতে দাও এই গান আমায়।
][সমাপ্ত][
মন যেমনই থাকুক, অনুপম রায়ের গান মানেই মন ভালো করার ওষুধ।
অনুপম রয়ের জাদুকরী কন্ঠে এই গানগুলো শুনেছেন কি?
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box