E Path Geche Beke Lyrics - Taalpatar Shepai

E PATH GECHHE BEKE MP3 SONG LYRICS BY TAALPATAR SHEIPAI

E Path Geche Beke Lyrics
E Poth Geche Beke Lyrics 
E PATH GECHHE BEKE LYRICS BY TAALPATAR SHEPAI
- Presenting E Path Gechhe Beke Song Lyrics, Sung by the Pritam Das from the band Taalpatar Shepai While the lyrics is penned by Saswata Ray. 

SONG CREDITS : 
◉ Singer : Pritam Das 
◉ Lyrics :   Saswata Ray
◉ Composer :Pritam Das
◉ Release Date : Mar 20, 2021

E PATH GECHHE BEKE FULL SONG


E PATH GECHHE BEKE LYRICS

কী ছবি যে এঁকে কে জানে। 
আজ মনে হয় তুলি, 
আকাশের চোরাবালি আনমনে। 

যত স্মৃতি কত কি সাথে নিয়ে, 
কত রাত নদী হয়ে যায় বয়ে, 
কে চায়? 

এ মনের হিসেব কি ঐ মন রাখে?
শত তারায় তারায় 
আজও খুঁজছি তাকে, হায়। 

কত তোমার, কত কথা, 
রূপসী, রূপকথা, বলো তারায়। 
আমি থাকি একা সঙ্গে, 
তবু তোমার তরঙ্গে ভেসে যায়। 

ফিরে আসি বারেবারে সব ভেঙে, 
যত না পাওয়া আজ পাওয়ার রঙে। 
এ মন জানে পথ ভোলার মানে,
কে চায়?

এ মনের হিসেব কি 
ঐ মন রাখে?
শত তারায় তারায় 
আজও খুঁজছি তাকে, হায়। 

আমি জানি তুমি আসবে, 
ভালোবাসা ভালোবাসবে, 
বলো তাই।  

পথ খুঁজি, তবু বুঝি, 
সেই তুমি শুধু তুমি আশ্রয়।  

শত স্মৃতি ভেজালো অঝোরে, 
আমি অচেনা আজ আমার ঘরে। 
হয়ে নিঃস্ব আমার অগোচরে 
কে চায়? 

এ মনের হিসেব কি ঐ মন রাখে?
শত তারায় তারায় 
আজও খুঁজছি তাকে। 

এ মন যে জানে 
পথ ভোলার মানে, 
কে জানে তুমি 
কেন আমার মনে। 
][সমাপ্ত][ 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.