EKTA GOPON KOTHA (একটা গোপন কথা) LYRICS - TOPU AND TUMPA (2019)
EKTA GOPON KOTHA SONG LYRICS - TOPU AND TUMPA
EKTA GOPON KOTHA SONG LYRICS BY TOPU AND TUMPA:'Ekta gopon kotha' is a bengali song, performed by Topu and Tumpa. Ekta gopon kotha Song is very popular among the young generation of Bangladesh for the attractive tune.
SONG CREDITS:
■ Title: Ekta gopon kotha
■ Singer: Topu and Tumpa
■ Lyric & Tune : Topu
■ Music : Mehdi
■ Label : Agniveena
■ Release Date : Mar 7, 2019
EKTA GOPON KOTHA FULL SONG
EKTA GOPON KOTHA SONG LYRICS IN BANGLA
একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু, সময় হবে কি তোমার?
একবার শুনে ভুলে যেয়ো বারবার
ভুলেও কাওকে বলোনা আবার।
মুখে ভালোবাসি না, বলে মনেতে প্রেম নিয়ে
চলে, আছে অনেকে।
এত দিন ছিল সাধারণ
তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে।
মন, আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাবো তোমায়?
একবার এসে দেখো আমায়।
ভেবেছি তাই এবার, যা কিছু হবে হবার
হোক তবু করে স্বীকার,
পরাজয় মেনে নিয়ে, সব কিছু বলে দিয়ে
চাইবো আমার অধিকার।
কপালে যা আছে লেখা, মনে যদি পাইয়ো ব্যাথা
দেখে নিবো আমি এর শেষ,
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভালো আছি এই বেশ।
মন, আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাবো তোমায়?
একবার এসে দেখো আমায়।
প্রতিদিন এ-গলি ও-গলিতে ঘুরঘুরি
কেটে যায় সময় আসে রাত,
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে
দেখ, ছেলেটাও পড়ে, ফুলহাতা শার্ট।
এই দেখে হাসাহাসি, গানটাকে ভালবাসি
এই ভালো আছি এই স্বপ্ন আমার,
কখনও বুঝিনি যে তা এটা ছিল সূচনা
আছে বাকি স্বপ্নের উপসংহার।
মন, আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাবো তোমায়?
একবার এসে দেখো আমায়।
][ সমাপ্ত][
বাংলা মন মাতানো সব গানের নির্ভুল লিরিক্সটি পেতে ভিজিট করুন আমাদের এই ওয়েবসাইটে। নতুন সব গানের আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন MYLYRICSWIKI.COM
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box