BHALO THAKAR THIKANAY LYRICS - TANJIB SAROWAR
BHALO THAKAR THIKANAY MP3 SONG LYRICS BY TANJIB SAROWAR
![]() |
ভালো থাকার ঠিকানায় লিরিক্স |
SONG CREDITS :
■ Song: Bhalo Thakar Thikanay
■ Singer : Tanjib Sarowar
■ Music : Sajid Sarkar
■ Lyrics : Shomeshwar Oli
■ Label: Soundtek
■ Release Date : Aug 13, 2020
BHALO THAKAR THIKANAY FULL SONG
BHALO THAKAR THIKANAY LYRICS
হারিয়ে যাবে তুমি সময়ের স্রোতে,
মুছে যাবে তুমি আমার হৃদয় হতে,
আমি এমনটাই ভেবে ছিলাম,
ভুলতে পারিনি তোমার নাম।
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।- [ ২ বার ][
এতোদিনে ভুলে যাওয়ার কথা,
মনে রাখার মতো ঘটেনি কিছু।
স্মৃতির সাথে হয়েছে সমঝোতা,
যাচ্ছি আমি তারই পিছু পিছু।
কিছু মানুষ ভাবে,
কোথায় তারা যাবে,
তাদের মনে দুঃখ কানায় কানায়।
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়। - [ ২ বার ][
হারিয়ে যাবে তুমি সময়ের স্রোতে
মুছে যাবে,
তুমি আমার হৃদয় হতে,
আমি এমনটাই ভেবে ছিলাম,
ভুলতে পারিনি তোমার নাম।
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়। - [ ২ বার ][
][ সমাপ্ত][
Copyright © 2020 Soundtek. All Rights Reserved
আপনার কি মন খারাপ?
শুনুন, তানজিব সারোয়ারের মন ভালো করে দেয়ার মতো আরও কিছু গান,
■ অবেলায়
বাংলা নতুন সব গানের সম্পূর্ণ নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে গুগল সার্চ লিস্ট থেকে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোতে ভিজিট করুন। প্রতিটি গানের কথা একমাত্র আমরাই নির্ভুল ভাবে প্রকাশ করার চেষ্টা করি তবুও কোন ভুল থেকে থাকলে আমাদের ফেসবুক পেইজে জানানোর সাথে সাথেই আমাদের টিম ভুল সংশোধন করবে।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box