Toke Chai (তোকে চাই) Lyrics - Raj Barman and Puja
![]() |
TOKE CHAI (তোকে চাই):'Toke Chai' is a bangali song by Raj Barman & Puja. The song is tuned, and music by Kishore Das and The lyrics written by Ahmed Risvy. The song is available in the Dhruba Music Station youtube channel.
SONG CREDITS -
■ Song: Toke Chai - তোকে চাই■ Singer: Raj Barman & Puja■ Lyric: Ahmed Risvy■ Tune: Kishore Das■ Label: Hridoy khan■ Release Date : July 24, 2020
Toke Chai (তোকে চাই) FULL VIDEO SONG
TOKE CHAI (তোকে চাই) SONG LYRICS IN BANGLA
মন চাইছে শুধু তোর কাছে যেতেতোর দৃষ্টির একটু ছোঁয়া পেতে। - [২ বার]
এ মনের জানালায় তোরই উঁকি ঝুঁকি। - [২ বার]আমি বর্ষা বিকেলে তোরই ছবি আঁকি।
তোকে চাই, তোকে চাই,আর সবকিছু বৃথাই। - [২ বার]
তোকে চাই, তোকে চাই,আর সবকিছু বৃথাই। - [২ বার]
নীরবতা ভেঙে আয় ফিরে কাছেতোকে ছাড়া আমার কে বল আছে? – [২ বার]তোরই নাম শুধু যপে যাই।
তোকে চাই, তোকে চাই,আর সবকিছু বৃথাই। - [২ বার]
তোকে চাই, তোকে চাই,আর সবকিছু বৃথাই। - [২ বার]
চারিদিকে শুধু তোর ছায়া দেখিতোকে নিয়ে কত গল্প লিখি। - [২ বার]তোকে পেলে সব ভুলে যাই।
তোকে চাই, তোকে চাই,আর সবকিছু বৃথাই। - [২ বার]
তোকে চাই, তোকে চাই,আর সবকিছু বৃথাই। - [২ বার]
মন চাইছে শুধু তোর কাছে যেতেতোর দৃষ্টির একটু ছোঁয়া পেতে। - [২ বার]
এ মনের জানালায় তোরই উঁকি ঝুঁকি। - [২ বার]আমি বর্ষা বিকেলে তোরই ছবি আঁকি।
তোকে চাই, তোকে চাই,আর সবকিছু বৃথাই। - [৮ বার]
][ সমাপ্ত ][
মন চাইছে শুধু তোর কাছে যেতে
তোর দৃষ্টির একটু ছোঁয়া পেতে। - [২ বার]
এ মনের জানালায়
তোরই উঁকি ঝুঁকি। - [২ বার]
আমি বর্ষা বিকেলে
তোরই ছবি আঁকি।
তোকে চাই, তোকে চাই,
আর সবকিছু বৃথাই। - [২ বার]
তোকে চাই, তোকে চাই,
আর সবকিছু বৃথাই। - [২ বার]
নীরবতা ভেঙে আয় ফিরে কাছে
তোকে ছাড়া আমার কে বল আছে? – [২ বার]
তোরই নাম শুধু যপে যাই।
তোকে চাই, তোকে চাই,
আর সবকিছু বৃথাই। - [২ বার]
তোকে চাই, তোকে চাই,
আর সবকিছু বৃথাই। - [২ বার]
চারিদিকে শুধু তোর ছায়া দেখি
তোকে নিয়ে কত গল্প লিখি। - [২ বার]
তোকে পেলে সব ভুলে যাই।
তোকে চাই, তোকে চাই,
আর সবকিছু বৃথাই। - [২ বার]
তোকে চাই, তোকে চাই,
আর সবকিছু বৃথাই। - [২ বার]
মন চাইছে শুধু তোর কাছে যেতে
তোর দৃষ্টির একটু ছোঁয়া পেতে। - [২ বার]
এ মনের জানালায়
তোরই উঁকি ঝুঁকি। - [২ বার]
আমি বর্ষা বিকেলে
তোরই ছবি আঁকি।
তোকে চাই, তোকে চাই,
আর সবকিছু বৃথাই। - [৮ বার]
Toke Chai (তোকে চাই) গানটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box