Nalish (নালিশ) Lyrics - Keshab Dey

Nalish  (নালিশ) Lyrics - Keshab Dey


NALISH  (নালিশ) - "Nalish" is a bengali sad song Sung by Keshab Dey.  Lyrics by Badal Paul. Tune by Keshab Dey. Music Arrangement by Tapas Roy. Nalish song is also available on the youtube channel Keshab Dey



SONG CREDITS - 

■ Song: Nalish  - নালিশ 
■ Singer: Keshab Dey
■ Lyrics : Badal Paul
■ Music: Tapas Roy
■ Label: Keshab Dey
■ Casr: Keshab Dey and Sonali 
■ Release Date : July 09, 2020



NALISH  (নালিশ) FULL VIDEO SONG




NALISH  (নালিশ) SONG LYRICS IN BANGLA

জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো। - [২ বার] 

প্রশ্ন হাজার ছিলো বাকি
উত্তরেরা আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।

জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো। 

আজুহাতের পাহাড় যেমন
হদিস খুঁজে পায়না,
ভালোবাসা দিয়েও তাকে
ধরে রাখা যায় না। - [২ বার]


স্বপ্ন অনেক আছে বাকি
রাত্রি গুলো আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।

জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।

যাকে নিয়ে লেখা ছিলো
হাজার একটা বায়না,
সে হারালেও সহজে তা
মুছে ফেলা যায় না। - [২ বার] 

প্রশ্ন হাজার ছিল বাকি
উত্তরেরা আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।

জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেল,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেল। - [২ বার] 

সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেল।

জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো। 

প্রশ্ন হাজার ছিলো বাকি
উত্তরেরা আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।

জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো। - [২ বার] 

সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেল।


][ সমাপ্ত ][

Nalish  (নালিশ) গানটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

বাংলা নতুন সব গানের সম্পূর্ণ নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে গুগল সার্চ লিস্ট থেকে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোতে ভিজিট করুন। 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.