Oi Dakche Aakash Lyrics - Kidnap (2019)
OI DAKCHE AAKASH LYRICS FROM KIDNAP (2019) - "Oi Dakche Aakash" is a Bengali song from the soundtrack to the 2019 Indian Bengali film KIDNAPE.Written By Raja Chanda & Composed by Jeet Gannguli,the song is sung by Pawandeep.The music video features Dev and Rukmini Maitra.This movie is directed by Raja Chanda And Produced by Surinder Films Pvt. Ltd.
SONG CREDITS
■ Song: Oi Dakche Aakash
■ Singer: Pawandeep
■ Lyrics : Raja Chanda
■ Music: Jeet Gannguli
■ Label: Surinder Films Pvt. Ltd.
■ Release Date : Apr 20, 2019
OI DAKCHE AAKASH FULL SONG
OI DAKCHE AAKASH SONG LYRICS
ঐ ডাকছে আকাশ,
যদি একটু তাকাস,
মনে রামধনু রং এঁকেছি।
ঐ একমুঠো নীল,
উড়ো হাওয়ার মিছিল,
তোর আলগা সোহাগ মেখেছি।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়,
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস,
সব মিথ্যে নালিশ
আমি হাজার বছর বেঁচেছি।
ঐ ডাকছে আকাশ,
যদি একটু তাকাস,
মনে রামধনু রং এঁকেছি।
ঐ একমুঠো নীল,
উড়ো হাওয়ার মিছিল,
তোর আলগা সোহাগ মেখেছি।
এই ব্যস্ত শহর,
তোর আসার খবর
দিতে একছুটে আসলো আমায়।
তোর নামের ফলক,
মনে খুশির ঝলক,
বুকে ঝড়ো হাওয়া
কে আর থামায়।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়,
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস,
সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি।
নীল মেঘের পালক,
আজ সব তোরই হোক,
উপহার দেবো চাইছি তোকে।
রোদ মখমলে দিন,
আজ ভীষণ রঙিন,
একা বয়ে চলা ঢেউ এ বুকে।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস,
সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি।
][ সমাপ্ত ][
যদি একটু তাকাস,
মনে রামধনু রং এঁকেছি।
ঐ একমুঠো নীল,
উড়ো হাওয়ার মিছিল,
তোর আলগা সোহাগ মেখেছি।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়,
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস,
সব মিথ্যে নালিশ
আমি হাজার বছর বেঁচেছি।
ঐ ডাকছে আকাশ,
যদি একটু তাকাস,
মনে রামধনু রং এঁকেছি।
ঐ একমুঠো নীল,
উড়ো হাওয়ার মিছিল,
তোর আলগা সোহাগ মেখেছি।
এই ব্যস্ত শহর,
তোর আসার খবর
দিতে একছুটে আসলো আমায়।
তোর নামের ফলক,
মনে খুশির ঝলক,
বুকে ঝড়ো হাওয়া
কে আর থামায়।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়,
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস,
সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি।
নীল মেঘের পালক,
আজ সব তোরই হোক,
উপহার দেবো চাইছি তোকে।
রোদ মখমলে দিন,
আজ ভীষণ রঙিন,
একা বয়ে চলা ঢেউ এ বুকে।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস,
সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি।
][ সমাপ্ত ][