BHULE JEO NA (ভুলে যেও না) LYRICS - ZARIF KABIR & SAMIHA KHAN
BHULE JEO NA LYRICS FROM POLICE (The Real Hero) Afran Nisho, Tanjin Tisha - " Bhule Jeo Na" is a romantic song sung by Zarif Kabir & Samiha Khan and Lyrics,Tune and Composed by Ahmed Souren.This is the ost of the Drama POLICE - THE REAL HERO featuring Afran Nisho, Tanjin Tisha and Directed by Kajal Arefin Ome.
SONG CREDITS :
■ Song: Bhule Jeo Na
■ Singer: Zarif Kabir and Samiha Khan
■ Lyrics : Ahmed Souren
■ Music: Ahmed Souren
■ Label: Cinemawala Entertainment
■ Release Date : Apr 24, 2019
SONG CREDITS :
■ Song: Bhule Jeo Na
■ Singer: Zarif Kabir and Samiha Khan
■ Lyrics : Ahmed Souren
■ Music: Ahmed Souren
■ Label: Cinemawala Entertainment
■ Release Date : Apr 24, 2019
BHULE JEO NA FULL SONG OST OF POLICE
BHULE JEO NA SONG LYRICS
আমি যদি গোলাপ হয়ে
আসি তোমার বাগানে,
হাজারও ফুলের মাঝে
আমায় পাবে কি খুঁজে। - [ ২ বার ]
হঠাৎ যদি আকাশ ভেঙে
বৃষ্টি নেমে পরে,
অঝোর ধারায় ভিজে গিয়ে
ভাসবো কি তোমার প্রেমে।
জানি না,
কখনো যদি কমে যায় এই ভালোবাসা।
ভেবো না,
হারিয়ে যাবো না আকাশের ঐ পাড়ে।
তোমার মাঝে গোলাপ হয়ে
শুধু ভালোবাসবো তোকে,
আমার মনের বাগানটাতে
শুধু রাখবো তোমাকে।
ভুলে যেও না,
আমি তুমি ছাড়া কিছুই না,
ভুলে যেও না।
হো...ভুলে যেও না।
তোমার মাঝে গোলাপ হয়ে
শুধু ভালোবাসবো তোকে,
আমার মনের বাগানটাতে
শুধু রাখবো তোমাকে। - [ ২ বার ]
আমি যদি হঠাৎ করে,
হারিয়ে যাই অদূরে,
অজানা কোন নদীর তীরে,
খুঁজি যদি তোমাকে।
যতই দূরে খুঁজি আমি,
কেন পাই না তোকে,
দুচোখ ভোরে দেখবো আমি,
শুধুই তোমাকে।
জানি না,
কখনো যদি কমে যায় এই ভালোবাসা।
ভেবো না,
হারিয়ে যাবো না আকাশের ঐ পাড়ে।
তোমার মাঝে গোলাপ হয়ে
শুধু ভালোবাসবো তোকে,
আমার মনের বাগানটাতে
শুধু রাখবো তোমাকে।
ভুলে যেও না,
আমি তুমি ছাড়া কিছুই না,
ভুলে যেও না।
হো... ভুলে যেও না। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
আসি তোমার বাগানে,
হাজারও ফুলের মাঝে
আমায় পাবে কি খুঁজে। - [ ২ বার ]
হঠাৎ যদি আকাশ ভেঙে
বৃষ্টি নেমে পরে,
অঝোর ধারায় ভিজে গিয়ে
ভাসবো কি তোমার প্রেমে।
জানি না,
কখনো যদি কমে যায় এই ভালোবাসা।
ভেবো না,
হারিয়ে যাবো না আকাশের ঐ পাড়ে।
তোমার মাঝে গোলাপ হয়ে
শুধু ভালোবাসবো তোকে,
আমার মনের বাগানটাতে
শুধু রাখবো তোমাকে।
ভুলে যেও না,
আমি তুমি ছাড়া কিছুই না,
ভুলে যেও না।
হো...ভুলে যেও না।
তোমার মাঝে গোলাপ হয়ে
শুধু ভালোবাসবো তোকে,
আমার মনের বাগানটাতে
শুধু রাখবো তোমাকে। - [ ২ বার ]
আমি যদি হঠাৎ করে,
হারিয়ে যাই অদূরে,
অজানা কোন নদীর তীরে,
খুঁজি যদি তোমাকে।
যতই দূরে খুঁজি আমি,
কেন পাই না তোকে,
দুচোখ ভোরে দেখবো আমি,
শুধুই তোমাকে।
জানি না,
কখনো যদি কমে যায় এই ভালোবাসা।
ভেবো না,
হারিয়ে যাবো না আকাশের ঐ পাড়ে।
তোমার মাঝে গোলাপ হয়ে
শুধু ভালোবাসবো তোকে,
আমার মনের বাগানটাতে
শুধু রাখবো তোমাকে।
ভুলে যেও না,
আমি তুমি ছাড়া কিছুই না,
ভুলে যেও না।
হো... ভুলে যেও না। - [ ২ বার ]
][ সমাপ্ত ][