SHUNNOTA (শূন্যতা) LYRICS - ARMAN ALIF | BENGALI SONG

SHUNNOTA LYRICS BY ARMAN ALIF
SHUNNOTA LYRICS BY ARMAN ALIF - Shunnota is a Sad Romantic Bengali song which is Tuned by Arman Alif with also the lyrics by Arman Alif, the song is sung by Arman Alif.The music video features actors Rasel Khan, Papiya & Saif and directed by Saikat Reza.



SONG CREDITS:
■ Song: Shunnota
■ Singer: Arman Alif
■ Lyric : Arman Alif
■ Music: Shariar Rafat
■ Label: CMV
■ Release Date : Jan 24, 2019


SHUNNOTA BY ARMAN ALIF FULL SONG



SHUNNOTA BY ARMAN ALIF LYRICS

শূন্যতা কত আমায় ঘিরে,
মধ্য রাতে হঠাৎ করে
তাকে মনে পড়ে
তোমার সাথে আড়ি আমার
সেই কবে থেকে,
তাই হাসি আমার ছুটি নিয়েছে
খুব যত্ন করে। - [ ২ বার ]

আমি নীরবে কেঁদে কেঁদে
যারে হাসতে শেখালাম,
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম।

আমি খুব যত্ন করে
তোমায় হাসতে শেখালাম,
সেই তুমি হেঁটে গেলে
সে হাতে হাত রেখে,
অন্য হাত যার নাম,
অন্য হাত যার নাম।

ও মেয়ে অন্য মানুষ যার নাম,
অন্য মানুষ যার নাম,
ও মেয়ে অন্য হাত যার নাম।

সেই পরিচিত মেসেজ এর টোনটাও
অচেনা লাগে আজ,
অচেনা লাগে আমার অতি প্রিয়
সেই মানুষটার সাজ।
প্রতিনিয়ত এই মন আমার
করে হাহাকার,
বোকার মতো ভেবে যাই
সেই তুমি কার? তুমি কার ? - [ ২ বার ]

আমি নীরবে কেঁদে কেঁদে
যারে হাসতে শেখালাম,
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম।

আমি খুব যত্ন করে
তোমায় হাসতে শেখালাম,
সেই তুমি হেঁটে গেলে
সে হাতে হাত রেখে,
অন্য হাত যার নাম,
অন্য হাত যার নাম।

ও মেয়ে অন্য মানুষ যার নাম,
অন্য মানুষ যার নাম,
ও মেয়ে অন্য হাত যার নাম।

সেই পুরোনো হাওয়া গলির পথটাও
তোমায় খোঁজে আজ,
কেউ জানলো না রে আমার তরে
আর মায়া নাই তোমার।
ঘুমের ঘোরে ঘুরে ফিরে
আজও তোমায় চাওয়া খুব,
তুমি ভালোই আছো ভালোই থাকো
আমি হারাই আমার ঘুম। - [ ২ বার ]

আমি নীরবে কেঁদে কেঁদে
যারে হাসতে শেখালাম,
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম।

আমি খুব যত্ন করে
তোমায় হাসতে শেখালাম,
সেই তুমি হেঁটে গেলে
সে হাতে হাত রেখে,
অন্য হাত যার নাম,
অন্য হাত যার নাম।

ও মেয়ে অন্য মানুষ যার নাম,
অন্য মানুষ যার নাম,
ও মেয়ে অন্য হাত যার নাম।
][ সমাপ্ত ][

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.